বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৮:৩১:৪৯

আযানের ধ্বনি শুনে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালমান

আযানের ধ্বনি শুনে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন সালমান

বিনোদন ডেস্ক:  'কাকভোরে জোর করে আজান শোনানো গুন্ডাগিরির নামান্তর' দুই দিন আগে ট্যুইটারে একথা বলে ভারতজুড়ে বিতর্ক ছড়িয়েছেন সোনু নিগম।

বিতর্ক থামাতে পরে, ‘মন্দির ও গুরুদ্বারের লাউড স্পিকারও পছন্দ নয়‍’ বললেও থামছে কই?

ওদিকে আজান নিয়ে সোনুর ট্যুইটের পর আড়াআড়ি ভেঙে গেছে বলিউড। একাধিক জনপ্রিয় অভিনেতা, গায়ক ‌যেমন সোনুর পাশে দাঁড়িয়েছেন, তেমনই বিরোধিতাও করেছেন অনেকে। সোনুর সমর্থকদের দাবি, তিনি ধর্মের বিরুদ্ধে নন, শব্দদূষণের বিরুদ্ধে সরব হয়েছেন।

তবে এ বিষয়ে পূজা ভাট ও প্রিয়াঙ্কা চোপড়া ছাড়া কোনও বড় সেলিব্রিটি মুখ খোলেননি। তবে সালমানের একটি পুরনো ভিডিওর খোঁজ পাওয়া গেছে। ‌যাতে স্পষ্ট, আজানকে কতটা সম্মান করেন সল্লু ভাই।

২০১৪ সালের বিগ বস ৮ প্রতি‌যোগিতার সাংবাদিক সম্মেলনের সময় হঠাৎ পাশের মসজিদের লাউড স্পিকারে আজান বাজতে শুরু করে।

শুনেই প্রার্থনার প্রতি সম্মান জানিয়ে প্রেস কনফারেন্স সাময়িকভাবে বন্ধ রাখতে বলেন তিনি। আজান চালাকালীন চুপচাপ দাঁড়িয়ে পড়েন সলমন।   নিজের কথা বলা বন্ধ করে দিলেন বলিউডের এই সুপার স্টার।

ওই অনুষ্ঠানের সঞ্চালককেও তিনি কথা না বলার আহ্বান জানান। যতক্ষণ আযান ছিল ততক্ষণ তারা আযানের মধুর ধ্বনি শুনছিলেন।  আযান শেষ হলে আবার তার মত কথা বলতে শুরু করে। সালমান খান বলেন, আযানকে অবশ্যই সম্মান দিতে হবে।

আযানের কালাম মোট পনেরটি। আযান শোনার সাথে সাথে আযানের উত্তর দিতে হয়। সালমান খানও তাই নিশ্চুপ দাঁড়িয়ে আযানের উত্তর দিচ্ছিলেন। এতে তার অগণিত ভক্তদের সম্মান এবং শ্রদ্ধা কুড়িয়েছেন তিনি।
এমটিনিউজ২৪ডটকম/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে