বুধবার, ১৯ এপ্রিল, ২০১৭, ০৯:০৬:৩৯

আজান বিতর্ক নিয়ে সনু নিগমকে ধুয়ে দিলেন গায়ক মিকা সিং

আজান বিতর্ক নিয়ে সনু নিগমকে ধুয়ে দিলেন গায়ক মিকা সিং

বিনোদন ডেস্ক: মাইকে আজান নিয়ে বিতর্কের মুখে পড়া ভারতীয় সঙ্গীত শিল্পী সনু নিগমকে এবার ধুয়ে দিয়েছেন বলিউডের এই সময়ের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার মিকা সিং।
 
মিকা জানিয়েছেন সঙ্গীতশিল্পী হিসেবে তিনি সনু নিগমকে সম্মান জানালেও যেহেতু আজানের শব্দে সনুর সমস্যা হয় তাহলে তারই উচিত বাসা নিয়ে অন্য কোথাও সরে যাওয়া।
 
বুধবার সকালে এক টুইটারে মিকা বলেন, ‘বড় ভাই সনু তোমাকে গায়ক হিসেবে অনেক সম্মান করি। আমার মনে হয় লাউড স্পিকারের বদলে তোমার বাসাটাই অন্য কোথাও পরিবর্তন করা উচিত।’

এরপর মিকা আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেন। টুইটে তিনি বলেন, আমি ও সনু দুজনেই একসময় প্রচুর জাগরনে পারফর্ম করে এসেছি। এই জাগরন গুলোও অনেক উচ্চ শব্দে হত। যদিও কয়েক মিনিট পর সেই টুইটটি মুছে দেন মিকা।
 
আরেকটা টুইটে মিকা বলেন, ‘বন্ধুরা গুরুদুয়ারা, মন্দির কিংবা মসজিদ শুধু লাউডস্পিকারের জন্য নয়। তারা দাতব্য ও সম্মানজনক আরো অনেককিছুর জন্যই পরিচিত
 
এদিকে বিতর্কের মুখে থাকা সনু নিগম বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন।
 
নিজেকে ইসলাম বিরোধী হিসেবে দাবি না করে সনু নিগম বলেন, আমি আজান কিংবা আরতির বিপক্ষে নয়, লাউডস্পিকার ব্যবহারের বিরুদ্ধে কথা বলেছি।’ টাইমস অব ইন্ডিয়া।
১৯ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে