বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭, ০৩:২২:১০

সারাজীবন গান নিয়ে বাঁচতে চাই: নোলক বাবু

সারাজীবন গান নিয়ে বাঁচতে চাই: নোলক বাবু

বিনোদন ডেস্ক: ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ নামক গানের রিয়্যালিটি শো-এর মাধ্যমে গায়ক হিসেবে পরিচিতি পান নোলক বাবু। তিনি ছিলেন ২০০৫ সালের প্রথম আসরের চ্যাম্পিয়ান। এরপর ‘সোয়াচাঁন পাখি’ ও ‘আমার গায়ে যত দুঃখ সয়’ গান দুটি নতুক করে গেয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেন নোলক।

এরপর কিছুটা ছন্দপতন হলেও বর্তমানে নোলক বাবুর ব্যস্ততা স্টেজ শো ও টেলিভিশনে গান গাওয়া নিয়ে। আলাপে নোলক বাবু বলেন, ‘আজ (বৃহস্পতিবার) রাত ১১টায় এনটিভির সরাসরি আয়োজন ‘মিউজিক অ্যান্ড রিদম’ নামের একটি অনুষ্ঠানে গাইব। সেখানে ১০টি গান পরিবেশন করব। সেটা নিজের এবং শ্রোতাদের পছন্দ অনুযায়ী। এছাড়া সারাদেশে স্টেজ শো করছি। মূলত এই নিয়ে এখন ব্যস্ত আছি। শুধু আমি না, সব শিল্পীর মোক্ষম আয়ের উৎস হচ্ছে স্টেজ শো। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় গাইতে যাব।’

গেল বৈশাখে নোলকের একটি অ্যালবাম প্রকাশ হয়েছে। নাম ‘চান্দের আলো’। তিনি বলেন, ‘এই অ্যালবামের মাধ্যমে আমার ষষ্ঠ একক অ্যালবাম প্রকাশ হলো। আর আগামীতে দু’টি ছবির গানে কণ্ঠ দেয়ার কথা চলছে। তবে এখনও চূড়ান্ত হয়নি।’

শিল্পীর সংখ্যা বাড়লেও প্রতিষ্ঠা পাচ্ছেন হাতেগোনা দু-একজন কণ্ঠশিল্পী। বিষয়টি নিয়ে নোলক বাবু বলেন, ‘এখন ‘রিয়্যালিটি শো’ বেশি হচ্ছে। যার কারণে অনেক শিল্পীর আগমন ঘটছে। এছাড়া অনেকেই সুর-তাল না বুঝেই অ্যালবাম প্রকাশ করছেন। আমরা যখন আরও একযুগ আগে মিউজিক ইন্ডাস্ট্রিতে আসি তখন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাওয়া কঠিন ছিল। এখন খুব সহজ হয়ে গেছে। যার কারণে বেশিরভাগ নাম স্বর্বস্ব শিল্পী ঝরে যাচ্ছেন।’

ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাইলে নোলক বাবু বলেন, ‘সারাজীবন গান নিয়ে বাঁচতে চাই। আরও অনেক ভালো গান শ্রোতাদের উপহার দিতে চাই। এছাড়া আমার বহুদিনের ইচ্ছা লোকগানের একটা সংকলন তৈরি করার। আরেকটা ইচ্ছা আছে সেটা হচ্ছে, একেবারেই নিজস্ব একটা মিউজিক স্টুডিও বানাব।’-জাগো নিউজ
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে