বিনোদন ডেস্ক : ঢালিউড সুপারস্টার শাকিব খানের প্রকৃত নাম ছিল মাসুদ রানা। এ কথা হয়ত এখনো অনেকেই জানেন না। তবে সিনেমা পাড়ায় ও ভক্তদের কাছে তিনি শাকিব খান। সম্প্রতি কেউ কেউ তাকে ডাকেন কিং খান। তবে বাসায় সবাই তাকে রানা নামেই ডাকেন।
অপু বিশ্বাসের সঙ্গে পরিচয়ের শুরু থেকেই রানা নামে ডাকার জন্য অপুকে বলেছিলেন শাকিব। খুব কম মানুষকেই শাকিব নিজে থেকে রানা ডাকার জন্য বলেন। অপুকে প্রথম দেখাতেই ভালো লেগেছিলো শাকিবের, তাই প্রথম দেখার পরই অপুকে তাকে রানা নামে ডাকার জন্য অনুরোধ করেন।
অপু বলেন, ‘শাকিবের সঙ্গে আমার যখন পরিচয় তখন আমি ক্লাস নাইনে পড়ি। শাকিব তখন সিনেমায় নিয়মিত অভিনয় করে। শুরুর দিকে তাকে ভাইয়া বলে ডাকতাম। পরে শাকিবই আমাকে বলে- ভাইয়া নয়, তাকে যেন রানা নামে ডাকি। পরিবার এবং খুব কাছের মানুষেরা এই নামে ডাকে তাকে। সেই থেকে তাকে রানা বলে ডাকি।’
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস