বিনোদন ডেস্ক: ই-কমার্সভিত্তিক একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসন্ন এফবিসিসিআিই নির্বাচনে প্রার্থী হয়েছেন অভিনেত্রী শমী কায়সার। সংগঠনটির ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে লড়বেন তিনি।
২০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাণী হোটেলে সম্মিলিত গণতান্ত্রিক ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল ঘোষণা করো হলে তাতে শমী কায়সারের নাম দেখা যায়। চেম্বার থেকে ১৮টি ও অ্যাসোসিয়েশন থেকে ১৮টি করে প্রার্থী দিয়েছে এই প্যানেল।
আগামী ১৪ মে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য এই প্যানেলেরর সভাপতি প্রার্থী হলেন শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বর্তমান কমিটির প্রথম সহসভাপতি।
প্যানেল ঘোষণা অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতির বেসরকারি খাতবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহ্মদ, মীর নাসির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
২০ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/টিটি/পিএস