বিনোদন ডেস্ক: আসছে ঈদে মুক্তি পাবে সালমানের ‘টিউবলাইট’ সিনেমাটি। কয়েকদিন হলো সিনেমাটির ট্রেলার মুক্তি পাওয়ায় সালমান ভক্তদের বেশ উচ্ছ্বসিত দেখা যায়। কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছেন কি? সিনেমার ফাস্ট লুক পোষ্টারে সালমানকে দেখা যাচ্ছে ব্রাউন জ্যাকেট, কাঁধে একটি ব্যাগ আর মাথায় টুপি পরা অবস্থায়। আসলে এর বিশেষত্ব কী?
বিশেষত্ব হল সালমান খানের দাঁড়ানোর ভঙ্গি। ছবির পোস্টারে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন 'সুলতান' খ্যাত সালমান। আর এই পোজেই তাকে বেশিরভাগ ছবির পোস্টারে দেখা যায়।
‘ওয়ান্টেড’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘এক থা টাইগার’ এমন কি `দাবাং ২’ সিনেমার ফাস্ট লুকেও দেখা যায় সালমানের ব্যাক আপ স্টাইল। প্রত্যেকটি ছবিই সুপারহিট ছিল। পেয়েছে ব্লকবাস্টারের খেতাব। আর এই জন্যেই মনে হয় নিজের এই কুসংস্কারটি ‘টিউবলাইট’ সিনেমার ধারাবাহিকতায় ধরে রেখেছেন সাল্লু।
এতে অবশ্য কারো কোনো মাথাব্যথা নেই। কারণ ভাইজান যেভাবেই পর্দায় আসুক না কেন, বক্স অফিসে তিনি ঝড় তুলবেন এমনই সবার প্রত্যাশা।-ইন্ডিয়া ডট কম
২১ এপ্রিল ২০১৭/এমটিনিউজ২৪/টিটি/পিএস