বিনোদন ডেস্ক : ভারতজুড়ে হিন্দুত্ব বিতর্কের মধ্যেই নিজের অবস্থান স্পষ্ট করলেন সাঈফ আলি খান পাতৌদি। ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সম্মেলনে যোগ দিয়ে বললেন, ‘দেশ গঠনে জাতীয়তাবোধ অত্যান্ত গুরুত্বপূর্ণ। কিন্তু জাতীয়তাবোধ ও হিন্দুত্ব এক নয়। সবার জন্য আইন সমান হলে হিন্দুরাষ্ট্রে বাস করতে আমার সমস্যা নেই।’
পাতৌদির নবাবের দাবি, ‘জাতীয়তাবোধ আর হিন্দুত্ব এক হয়ে গেলে অস্বস্তি বোধ করবেন সংখ্যালঘুরা। এতে হয়তো আমার মতো লোকের কোনও সমস্যা হবে না। কিন্তু অনেকেরই হবে।’ এমনকী তিন তালাকের বিরোধিতায় খোলাখুলি বলেছেন তিনি।
রাখঢাক না-করে তিনি জানিয়েছেন, ‘আমার আগে একজন স্ত্রী ছিলেন। তার সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছি। কিন্তু তিন তালাকটা মেনে নেওয়া যায় না। আমার সাবেক স্ত্রী ও সন্তানদের প্রতি আমার অর্থনৈতিক দায়িত্ব রয়েছে। আমি তা পালন করছি। আমি তিন তালাক মানি না, অনুসরণও করিনি। এমনকী ভারতীয় আইন ভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিবাহের অনুমতি দেয়। তা মেনে আমি কারিনাকে বিশেষ বিবাহ আইনে বিয়ে করেছি।
তবে বিশ্বজুড়ে যে ইসলামের নামে আতঙ্ক ছড়িয়েছে তাতে চিন্তিত সাইফ। তিনি বলেন, কেউ ‘মুসলিম’ বলে চিহ্নিত করলে ভয় করে। কারণ মুসলিম মানেই মনে করা হয় সে নির্দিষ্ট কতগুলি কাজ করে। যা অধিকাংশ ক্ষেত্রেই সত্যি নয়। অথচ সেগুলি দিয়েই ব্যক্তিটির প্রতি সবার আচরণ নির্ধারিত হয়। যা বেশ চিন্তার ব্যাপার।
২৩ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসএস