সোমবার, ২৬ জুন, ২০১৭, ১১:৫৬:৩১

বলিউডে ঈদের ৫ গান

বলিউডে ঈদের ৫ গান

বিনোদন ডেস্ক: আজ খুশির ঈদ। ঈদের সেই বাঁকা চাঁদ যেন উঠেছে বলিউডের আকাশেও। বলিউড সিনেমার বেশ কিছু গানে উঠে এসেছে ঈদ উৎসবের কথা। যে কোনো ঈদের পার্টির আমেজ বহু গুণে বাড়িয়ে দিতে পারে এই গানগুলো। তেমনই পাঁচটি গানের দিকে চোখ ফেরানো যাক।

আজ কি পার্টি
বলিউডে ঈদের গানের কথা উঠলে প্রথমেই রাখতে হবে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’ ছবির সেই ‘আজ কি পার্টি’ গানটি। সালমানের সঙ্গে কারিনার ঝলমলে এই গানটি ঈদের যে কোনো পার্টিতে বাজবেই। গায়ক মিকা সিংয়ের ব্যাতিক্রমী কণ্ঠে যেন ঈদের অন্য রকম এক আমেজ ফুটে ওঠে।

আরজিয়াঁ
‘দিল্লি সিক্স’ সিনেমার এ গানটি জুড়েই রয়েছে ঈদ। অনেকটা কাওয়ালী ধাঁচের এ গানটি গেয়েছেন জাভেদ আলী ও কৈলাশ খের। ‘মওলা মওলা মওলা মেরে মওলা’ গানটি শোনেনি, এমন খুব কমই আছে। পুরো গানেই ঈদের তাৎপর্যের কথা বলা আছে। বন্ধুত্ব ও ভালোবাসাও ঠাই পেয়েছে এ গানে।

চাঁদ নজর আ গ্যায়া
এ গানটি গাওয়া হয়েছিল ‘হিরো হিন্দুস্থানি’ (১৯৯৮) সিনেমায়। পুরোনো হলেও এখনো প্রায়ই বাজতে শোনা যায় গানটি। রমজানের শেষে ওঠে ঈদের চাঁদ। খুশি আর আনন্দের বার্তা নিয়ে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সনু নিগম, অলগা ইয়াগিক।

নূর ই খোদা
কিং খান শাহরুখের ‘মাই নেম ইজ খান’ সিনেমার এ গানটিকও রাখতে হবে ঈদের প্লে লিষ্টে। আদনান সামী আর শ্রেয়া ঘোষালের গাওয়া এ গানটি অনেকটা আধ্যাত্বিক ধাঁচের। সেই সাথে পুরো গান জুড়েই আছে ঈদের বাড়তি আবেদন। শান্তি আর ন্যায় বিচারের খোঁজ করছেন শাহরুখ আর কাজল। এমনই দেখা গেছে গানটির দৃশ্যায়নে। গানটি সূফী সংগীতের ঢংয়ে গাওয়া।

মুবারাক ঈদ মুবারাক
সালমান খানের ‘তুমকো না ভোঁল পায়েঙ্গে’ (২০০২) ছবির এ গানটিতে খুঁজে পাওয়া যাবে দারুণ এক উৎসবের আমেজ। ঈদের কথা মাথায় রেখেই করা হয়েছিল গানটি। এর দৃশ্যায়নে দেখা যায় সালমান আর সুস্মিতা সেন পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এতে কণ্ঠ দিয়েছেন সনু নিগম, অরবিন্দর সিংসহ অনেকে।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে