বিনোদন ডেস্ক : ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান এখন আছেন লন্ডনে। সেখানে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ‘চালবাজ’ ছবির শুটিং করতে গিয়েছিলেন। কিন্তু প্রযোজনা সংক্রান্ত কিছু ঝামেলার কারণে স্থগিত করা হয় ছবির শুটিং।
গতকাল রোববার লন্ডনে ঈদ উদযাপন করা হয়। সকালে যখন ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, তখন শাকিব ছিলেন হোটেল ব্রিটানিয়ায়। ‘চালবাজ’ ছবির পরিচালক অনন্য মামুন জানান, ওই সময় শাকিব ঘুমাচ্ছিলেন। আর ঘুম ভাঙ্গার পর যখন জানতে পারলেন সেন্ট্রাল ইস্ট মসজিদে নামাজ হয়ে গেছে, তখন তার খুব মন খারাপ হয়।
আজ সোমবার বিকালে লন্ডন থেকে অনন্য মামুন বলেন, কাজের জন্য দেশের বাইরে আসলে এটা একটা বড় সমস্যা হয়। কখন কোথায় কী হচ্ছে, সেটা জানা খুব মুশকিল।
এরপর সারা দিন শাকিব খান আর অনন্য মামুন লন্ডনের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন। শপিং করেছেন। জনপ্রিয় ব্র্যান্ড আরমানিতে গিয়েছিলেন। নিজের পছন্দের আর দরকারি নানা কিছু কিনেছেন সেখান থেকে। খাবার খেয়েছেন তুর্কি খাবারের এক রেস্তোরাঁয়।
এখন লন্ডনে শাকিব খান খুব পরিচিত। লন্ডনের রাস্তায় অনেকেই তাকে দেখে ছুটে এসেছে, কুশল বিনিময় করেছে, তার সঙ্গে সেলফি তুলেছে। অনন্য মামুন বলেন, ‘এদের বেশির ভাগই ভারতীয়। ভারতের বাংলা ছবিতে অভিনয়ের সুবাদে শাকিব খানকে এখন এখানে অনেকেই চেনে।’
অনন্য মামুন জানান, যেহেতু কাজ স্থগিত হয়েছে, এর ফাকে শাকিব খান তার শারীরিক চেকআপও করেছেন। চিকিৎসকের মতে, শাকিব খান এখন সম্পূর্ন সুস্থ। সোমবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৫টায় দেশে ফেরার ফ্লাইটে উঠবেন তিনি। আশা করা যাচ্ছে, মঙ্গলবার দেশে ফিরবেন শাকিব খান।
এদিকে, দেশে শাকিবের দুটি ছবি মুক্তি পেয়েছে। একটি যৌথ প্রযোজনার ‘নবাব’, যেখানে শাকিবের নায়িকা শুভশ্রী এবং আরেকটি স্থানীয় ছবি ‘রাজনীতি’। রাজনীতিতে শাকিবের নায়িকার তারই স্ত্রী অপু বিশ্বাস।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস