সোমবার, ২৬ জুন, ২০১৭, ০৯:১৩:৫৮

সালমান খান সম্পর্কে হঠাৎ মুখ খুলে যা বললেন সানি লিওন

সালমান খান সম্পর্কে হঠাৎ মুখ খুলে যা বললেন সানি লিওন

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান সম্পর্কে প্রতিহিংসামূলক বিভিন্ন মন্তব্যই করেছেন গ্ল্যামার দুনিয়ার অনেক মানুষ। কেউ কেউ আবার তাকে প্রশংসায়ও ভাসিয়েছেন। সেই তালিকায় এবার যোগ হলে সাবেক পর্নো তারকা সানি লিওন।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সালমানের প্রসঙ্গ উঠতেই সানি জানান, বলিউডে তাঁর যাত্রা শুরুর প্রথমদিন থেকে সালমান খান তাঁর সঙ্গে ভাল, ভদ্র ব্যবহার করেছেন। সালমানের সঙ্গে যখনই দেখা হয়েছে, তখনই সৌজন্যমূলক ব্যবহার পেয়েছেন হালের এই বলিউড অভিনেত্রী।

বলিউডে পা রাখার আগে সানি এক সময় সালমান সঞ্চালিত শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছিলেন। এবার তাঁকে দেখা যাবে সালমানের ভাই আরবাজ খানের বিপরীতে একটি রোম্যান্টির মিউজিকাল ‘তেরা ইন্তেজারে’।

এই রোম্যান্টিক মিউজিকাল ছাড়া সানির কথা রয়েছে অজয় দেবগণ-ইমরান হাশমি অভিনীত ‘বাদশাহ’-তেও কাজ করার। সেখানে একটি আইটেম গানে ইমরানের বিপরীতে দেখা যাবে সানিকে।
২৬ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে