বিনোদন ডেস্ক : রাজধানীসহ দেশের বড় বড় সিনেমা হল গুলোতে চলছে জিতের বস-টু। সেখানে শাকিবকে দেওয়া হয়েছে ঢাকায় মাত্র ৭টি সিনেমা হল। তাও বড় কোন হল নয়। মোট হিসাবে শাকিব এগিয়ে। শাকিব পেয়েছে ১২৩টি ও জিৎ পেয়েছে ১১১টি হল।
শাকিবের ছবি চলছে এমন ঢাকার মধ্য একমাত্র শ্যামলী হলটিই বড়। এছাড়া আরো ৬টি হলে শাকিবের ছবি মুক্তি পেয়েছে, সেগুলো হলো বিজিবি, গীত, অভিসার, পদ্মা, পুনাম, সনি ও সাভারের সেনা সিনেমা হলে।
বাকি ঢাকার বড় বড় হল গুলোতে চলছে জিতের ছবি। ফার্মগেটের আনন্দ, নিউ মার্কেটের বলাকা ও শাহিন হল থেকে বসুন্ধারা ও যমুনা সিটির সিনেপ্লেক্সের মতো বড় বড় হল গুলোতে চলছে জিতের বস-টু।
এছাড়া খুলনার চিত্রালী ও শঙ্ক হলে শাকিবের ছবি মুক্তি পেলেও দক্ষিণ অঞ্চল তথা এক সময়ের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হল যশোরের মনিহারে চলছে জিতের বস-টু। এদিকে, বস-টু দেখে বগুড়ায় জিতের ছবিসহ আনন্দ মিছিল করেছে বসের ভক্তরা।
এদিকে, রাজধানীর মধুমিতা, অভিসার, এশিয়া, রাজমনিরে মতো হলগুলোতে চলছে জিতের বস-টু। তবে হল কর্তৃপক্ষ্যের ভাষ্য অনুযায়ী দুটি ছবিই ব্যবস্যা সফল হবে এবং প্রথম দিনে হলগুলোতে ব্যাপক ভীড় লক্ষ্য করা গেছে।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস