সোমবার, ২৬ জুন, ২০১৭, ১১:৪৬:১২

জানেন, আমির খান প্রথম ঈদ সালামি পেয়েছিলেন কত?

জানেন, আমির খান প্রথম ঈদ সালামি পেয়েছিলেন কত?

বিনোদন ডেস্ক : শত ব্যস্ততার মধ্যও পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করতে ভালোবাসেন বলিউড তারকা আমির খান। তবে ছোট বেলার ঈদের মতো এত আনন্দ এখন আর নেই বলে জানান তিনি।

ছোট বেলার ঈদ মানে শেরওয়ানি পরা চাই-ই চাই। তাই ঈদের আগেই শেরওয়ানি কিনে রাখতেন আমিরের মা। সেই সাথে ঈদে সালামি পাওয়ার মধুর স্মৃতিগুলো মনে করে এখনো আমির।

আমির বলেন, ‘আমার এখনো মনে আছে, ছোট বেলার শেরওয়ানি, বড়দের হাতে চুমু খাওয়া, ঈদে সালামি পাওয়ার কথা। কাজিনদের সঙ্গে প্রতিযোগিতা করতাম বেশি সালামি জোগাড়ের।’

আমির আরও বলেন, ‘পাঁচ রুপির কথা এখনো মনে আছে আমার। জীবনের প্রথম ঈদে পেয়েছিলাম সেই পাঁচ রুপি। এতটাই খুশি হয়ে গিয়েছিলাম যে পুরো ঘরে নেচে বেড়িয়েছি। সেই পাঁচ রুপি আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি দামি।’

জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে