বিনোদন ডেস্ক: ঈদের দিন অঙ্কুশ তাঁর ফ্যান দের উদ্দেশে টুইট করে জানান, সকলকে ঈদের শুভেচ্ছা, আজ থেকেই রাজ চক্রবর্তী পরিচালিত ‘বল দুগ্গা মাই কি’ ছবির শুটিং শুরু করলাম, যদিও ঈদ বলে আজ ছুটি পেয়েছেন সেই ছবির নায়িকা নুসরাত, তবে শুটিং তড়িঘড়ি শেষ করেই নুসরাতের বাড়ি হানা দেব৷ থাকবেন পরিচালক রাজ চক্রবর্তীও, ভালো ভালো খাবার যেন তাঁর জন্য তোলা থাকে৷
এ বছরের পূজা হবে জমজমাট। কারণ টলিউডের বাজারে দুই পরিচালকের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই৷ একদিকে রাজ চক্রবর্তীর ‘বল দুগ্গা মাই কি’ ছবিটি, যার শুটিং শুরু হল এই পবিত্র ঈদে৷ ছবিতে রয়েছেন অঙ্কুশ ও নুসরাত৷
অন্যদিকে সৃজিত মুখার্জীর ‘ইয়েতি অভিযান’৷ যার শুটিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ছবিতে অভিনয় করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আরিয়ান।
রাজ চক্রবর্তী যদিও তাঁর ছবি নিয়ে এখনো মুখ খোলেননি। তবে ছবির নাম ‘বল দুগ্গা মাই কি’। ছবির নাম শুনে বোঝাই যাচ্ছে দুর্গা পূজার দৃশ্য থাকবে ছবিতে। ছবিতে অভিনয় করছেন অঙ্কুশ, নুসরাত জাহান।
২৭ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস