মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ০৪:০৯:০২

ঈদের দিনই ‘শিকারী’ ছবির সাফল্যকে ছাড়িয়ে গেছে ‘নবাব’

ঈদের দিনই ‘শিকারী’ ছবির সাফল্যকে ছাড়িয়ে গেছে ‘নবাব’

বিনোদন ডেস্ক: ‘শিকারী’ ছবিতে শাকিব খানকে দেখে সবাই অবাক হয়েছিলেন গত বছর। নতুন লুকের শাকিবে মুগ্ধ হয়ে সিনেমা হলে ছুটেছে দর্শক। সবার একই মন্তব্য, এমন শাকিবকে তারা এর আগে দেখেননি। শুধু দর্শক নয়, দর্শকের পাশাপাশি অন্য নায়ক-নায়িকা আর পরিচালক, প্রযোজকদেরও ছিল একই মত। গত বছর ঈদে দারুণ ব্যবসা সফল ছবি ছিল ‘শিকারী’।

এ বছর ঈদেও মুক্তি পেয়েছে শাকিব খানের দুটি ছবি—‘নবাব’ ও ‘রাজনীতি’। ঈদের দিন লন্ডন থেকে শাকিব খান জানান, তিনি খবর পেয়েছেন, এরই মধ্যে ঈদের দিনই ‘শিকারী’ ছবির সাফল্যকে ছাড়িয়ে গেছে ‘নবাব’।

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানান, এবার ঈদে দেশের ১২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘নবাব’। প্রথম দিনেই ‘নবাব’ ছবিটি গত বছরের ঈদের ছবি ‘শিকারী’র সাফল্যকে ছাড়িয়ে গেছে।

‘নবাব’ ছবিটি প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি ও আবদুল আজি। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, অমিত হাসান, রজতাভ দত্ত, সব্যসাচী চক্রবর্তী, খরাজ মুখার্জিসহ অনেকে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে