মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ০৪:২৬:৩৯

হ্যাপি ওরফে 'আমাতুল্লাহ'র সাক্ষাতকার নেওয়ার অভিজ্ঞতা

হ্যাপি ওরফে 'আমাতুল্লাহ'র সাক্ষাতকার নেওয়ার অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক : হ্যাপি থেকে 'আমাতুল্লাহ'। ইসলামের পথে ফিরে আসা নায়িকা নাজনীন আক্তার হ্যাপির জীবনের এই পরিবর্তন নিয়ে সাক্ষাৎকারনির্ভর বইটি এ মুহূর্তে তুমুল আলোচনায়। ডয়চে ভেলে অনলাইনে প্রকাশিত হয়েছে বইটির সহ-লেখক আবদুল্লাহ আল ফারুকের একটি সাক্ষাতকার। সাক্ষাতকারে উঠে এসেছে হ্যাপিকে নিয়ে বই লেখার অভিজ্ঞতা।

হ্যাপিকে নিয়ে বইটি লেখার আইডিয়া কিভাবে এলো?

আবদুল্লাহ আল ফারুক: ৪ মাস আগে হ্যাপি ফেসবুকে একটি পোস্ট দেন যে, তার জীবনে যে পরিবর্তন এসেছে, তা নিয়ে তিনি একটি বই লিখতে চান। হ্যাপির ফেসবুকের ফ্রেন্ডলিস্টে কোনো পুরুষ নেই। আমার স্ত্রী ছিলেন তার ফ্রেন্ডলিস্টে। তার মাধ্যমেই আমি হ্যাপি বা আমাতুল্লাহ'র সঙ্গে যোগাযোগ করি। এরপর একসময় আমাতুল্লাহ জানান যে, তিনি অসুস্থ, লিখতে পারবেন না। যদি সাক্ষাৎকার ভিত্তিক হয়, তাহলে বইটি লেখা যেতে পারে। আমরা এরপর সেভাবেই এগোই।

সাক্ষাৎকার নেয়ার অভিজ্ঞতা কেমন ছিল?

আবদুল্লাহ আল ফারুক: আমার স্ত্রী যখন তার সাক্ষাৎকার নেন, তখন পরিপূর্ণ পর্দার ভেতরে, অর্থাৎ এক রুমে আমার স্ত্রী ও আরেক রুমে আমাতুল্লাহ ছিলেন। আমার স্ত্রী প্রশ্ন করেন, আমাতুল্লাহ উত্তর দেন। আর আমি ও আমাতুল্লাহ'র স্বামী আবদু্ল্লাহ ভাই আরেক রুমে ছিলাম। নিজেরা গল্প করছিলাম। আমাতুল্লাহ এতটাই ধর্ম মানেন যে, এতদিন আমি তার বাসায় গিয়েছি, তার রান্না খেয়েছি, কিন্তু কোনোদিন তার কন্ঠস্বর শুনিনি।

তার এই পরিবর্তনের কারণ কী, তা কি বলেছেন?

আবদুল্লাহ আল ফারুক: বইয়ের ১০৪টি প্রশ্নের অধিকাংশই এই বিষয়টি নিয়ে। আগের জীবনে তিনি সারাদিন শুটিং শেষে রাতে সাধারণত হিন্দি বা বলিউডের গান, নাটক এসব দেখতেন। একদিন হঠাৎ করে ইউটিউবে একটি ইরানি ছবি দেখেন হযরত ঈসা (আ.)-এর ওপর। এরপর তিনি হযরত মুহাম্মদ (সা.)-এর ওপর আরেকটি ইরানি ছবি দেখেন। এগুলো তার মনে অনেক দাগ কাটে।

তিনি জানিয়েছিলেন, সেই সময় তার জীবনে একটি বিশেষ অধ্যায় চলছিল, যার কারণে তার মন ভেঙে গিয়েছিল। ভাঙা মনে এসব ছবি তাকে আরো বেশি মুগ্ধ করে। তখন তার উপলব্ধি হয়। এরপর তিনি সমস্ত 'গুনাহর কাজ' ছেড়ে ইসলামের পথে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
জুন, ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে