মঙ্গলবার, ২৭ জুন, ২০১৭, ০৪:৪৬:০১

জিত কখনোই সুপারস্টারসুলভ ব্যবহার করে না: নুসরাত

জিত কখনোই সুপারস্টারসুলভ ব্যবহার করে না: নুসরাত

বিনোদন: নুসরাত ফারিয়া এ সময়ের জনপ্রিয় নায়িকা। পর পর তিন বছর ঈদে তার ছবি মুক্তি পাচ্ছে। এবার ঈদেও রয়েছে ফারিয়া অভিনীত ‘বস ২’। ছবিটি নিয়ে কথা বলেছেন ফারিয়া

বস ২’-এ আপনার চরিত্রটি কী?
আমার অভিনীত চরিত্রের নাম আয়শা, প্রতিবাদী একটা মেয়ে। তার পরিবারের একটা ইতিহাস আছে যার কারণে সে আজকে এরকম। সূর্যের সঙ্গে তার একটা মিশন আছে, যেটা সে পূর্ণ করার মিশনে নামে।

সূর্য বলতে জিৎ?
হ্যাঁ।

জিতের সঙ্গে আপনার দ্বিতীয়বার কাজ, অভিজ্ঞতা নিশ্চয় ভালো?

উনার সঙ্গে অভিজ্ঞতা বরাবরই ভালো। উনি কখনোই সুপারস্টারসুলভ ব্যবহার করে না, আপনারা দেখেছেনও। যার কারণে উনার সঙ্গে কাজ করাটা অনেক সহজ। আরেকটা ব্যাপার উনি তার সহশিল্পীকে খুব সাহায্য করেন, যেটা পজেটিভ। তার আর আমার কম্বিনেশনটা অনেক ভালো। দু’জনে মিলে অনেক স্ট্যান্ট করেছি, অ্যাকশন করেছি- কোনো কিছুতেই সমস্যা হয়নি।

শ্যুটিং করেছেন ভারত, ব্যাংকক ও বাংলাদেশে। সে সময়কার কিছু স্মৃতিচারণ যদি করতেন…
বাংলাদেশে শ্যুটিং করতে সবচেয়ে বেশি ভালো লাগে। এফডিসিতে শ্যুটিং করাটা অনেক সুখের। ব্যাংককে শ্যুটিং করার সময় আমরা ইউনিটের সবাই খুব মজা করতাম। অনেক ভিডিও পাবেন ফেসবুকে আমাদের, যেগুলো মজা করতে করতে করা।

একটা ঘটনা বলি, বিল্ডিংয়ের ওপর থেকে লাফ দেওয়ার একটা শট দেওয়ার আগে আমি রেলিংয়ের ওপর দাঁড়িয়ে গান গাইছিলাম। তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন গান গাইছো? আমি বলেছিলাম, ভয় পাচ্ছি না তো তাই গান গাইছি।

এ ছবির জন্য থাইল্যান্ড থেকে চুলের রং পরিবর্তন করিয়েছিলেন। এছাড়া আলাদা কোনো প্রস্তুতি নিয়েছিলেন?
এ ছবির জন্য বাকি ছবিগুলোর চেয়ে বেশিই কষ্ট করতে হয়েছে। বারবার চুলের রং চলে যাচ্ছিল, আবার বার বারই করাতে হয়েছিল। কারণ শ্যুটিং ধাপে ধাপে হয়েছে। তাছাড়া ছবিটির জন্য আমাকে প্রতিদিন ৪-৫ ঘণ্টা জিম করতে হয়েছে। ব্যাপারগুলো বেশ কষ্টদায়ক ছিল।

কলকাতায়ও তো ছবিটি মুক্তি পাচ্ছে, প্রত্যাশা কেমন?
আমি এখানে ১৮-২৪ জুন প্রচারণা চালিয়েছি। আশা করছি ভালো যাবে ছবিটি।
২৭ জুন ২০১৭/এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে