মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭, ০৯:১৫:২৪

বিয়ে করব কি না, সে বিষয়ে এখনো বেশ সন্দেহ আছে : সালমান

বিয়ে করব কি না, সে বিষয়ে এখনো বেশ সন্দেহ আছে : সালমান

বিনোদন ডেস্ক: সালমান বললেন, ‘সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। আমি নিশ্চিত আমার বয়স যখন ৭০ হবে, তখন আমার সন্তানের বয়স হবে ২০। আর সে সময় হয়তো আমি বিয়ের কথা ভাবতে পারি। ‘ তিনি বলেন, আমি এখন বা শিগগিরই সন্তানের বাবা হতে চাই। তিন-চার বছরের মধ্যে আমি নিজের সন্তান নিতে চাই। আর এর একমাত্র কারণ হলো আমি চাই আমার মা-বাবা যেন আমার সন্তানকে দেখে যেতে পারেন। অবশ্য বিয়ে করব কি না, সে বিষয়ে এখনো বেশ সন্দেহ আছে। যদিও বিয়ে ছাড়া সন্তান পাওয়া একটু কঠিন বটে। কিন্তু আমি সেটার ব্যবস্থা করে নেব।

সম্প্রতি ভারতের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সালমান।

সালমান রোমানিয়ান মডেল লুলিয়া ভানতুরের সঙ্গে প্রেম করছেন বলে কথিত আছে। সালমান কখনোই ইউলিয়াকে প্রেমিকা হিসেবে পরিচয় দেন না যদিও।

সালমান রোমানিয়ান মডেল লুলিয়া ভানতুরের সঙ্গে প্রেম করছেন বলে কথিত আছে। সালমান কখনোই ইউলিয়াকে প্রেমিকা হিসেবে পরিচয় দেন না যদিও। তবে, সালমানের বাড়িতে ঘন ঘন যাতায়াত ও পারিবারিক সব অনুষ্ঠানেই এই মেয়ের উপস্থিতি দেখা যায়। তাঁরা একসঙ্গে থাকছেন- এমন গুজবও বলিউড পাড়ায় শোনা যায়। সালমান খান কি তাহলে ইউলিয়ার সন্তানের বাবা হওয়ার কথা ভাবছেন? এই উত্তর সাল্লুই ভালো দিতে পারবেন।

সালমান কি অভিনেতা তুষার কাপুর আর নির্মাতা করণ জোহরের মতো সারোগেসির পথ বেছে নেবেন? যদিও ভারতে শিগগিরই বাণিজ্যিক সারোগেসি বন্ধ হতে যাচ্ছে। নতুন আইনে নিঃসন্তান বিবাহিত দম্পতি বাদে অন্য কেউ টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নিতে পারবেন না।
এমটিনিউজ২৪ডটকম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে