বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ০২:০২:৪১

সুন্দরী হয়ে অপরাধ করেছেন ক্যাটরিনা!

সুন্দরী হয়ে অপরাধ করেছেন ক্যাটরিনা!

বিনোদন ডেস্ক: বলিউডের গ্ল্যামার্স গার্ল ক্যাটরিনা কাইফ। তবে সুন্দরী হয়ে নাকি অপরাধ করেছেন তিনি! হ্যাঁ, ক্যাটের ফিটনেস ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালা এমনটাই অভিযোগ করেছেন।

সম্প্রতি ক্যাটরিনার সঙ্গে একটি বিয়ে বাড়িতে গিয়েছিলেন ইয়াসমিন। বিয়ে বাড়িতে গিয়ে দু’জনে মিলে একটি সেলফিও তুলেছেন।

ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করে ইয়াসমিন একটি মজার ক্যাপশন দিয়েছেন তাতে। লিখেছেন, 'এত সুন্দরী হওয়া কিন্তু অপরাধ!'

প্রায় এক দশক ধরে একসঙ্গে কাজ করছেন ক্যাটরিনা ও তার ফিটনেস ইনস্ট্রাক্টর ইয়াসমিন। ক্যাটরিনার ‘চিকনি চামেলি’, ‘শিলা কি জাওয়ানি’ কিংবা ‘কমলি’ গানের ফিগার ইয়াসমিনের নির্দেশেই তৈরি।

বলিউড বিউটিদের মধ্যে ক্যাটরিনা কিন্তু তার ফিটনেসের জন্য বরাবরই প্রশংসা পেয়েছেন।

ইয়াসমিন জানিয়েছেন, ক্যাটরিনা অত্যন্ত নিষ্ঠা সহকারে ফিটনেস ট্রেনিং করেন। কোনোদিন কোনো কারণেই তা বাদ দেন না। রোজ এক ঘণ্টা কার্ডিও ট্রেনিং করেন ক্যাট। ইয়াসমিনের মতে, ক্যাটরিনার এখনকার ফিগার, এখনও পর্যন্ত সেরা।

ক্যাটের রূপ নাকি প্রাণঘাতী! এত সুন্দর হওয়াটাই নাকি অপরাধ ক্যাটরিনার! ইয়াসমিন তো তাই বলছেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে