বিনোদন ডেস্ক: শাকিব খান অভিনীত মেন্টাল ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। এরপর জাজ মাল্টিমিডিয়ার একটি ছবি। তারপরেই শাকিবকে নিয়ে 'রংবাজ' এর কাজ শুরু করেন।
সেই রংবাজ আর আর তার হাত দিয়ে শেষ হলো না। ফিরতেও পারলেন না সম্ভাবনাময় নির্মাতা। পরিচালক সমিতি তাঁকে নিষিদ্ধ করে। ক্ষমা চেয়ে 'নিষিদ্ধ' না করে পুনর্বিবেচনার আবেদনেও নিষিদ্ধই থাকেন রনী।
আজ বুধবার একেবারেই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেওয়ার কথা জানালেন রনী। দেশীয় চলচ্চিত্র শিল্পে অল্প সময়ে আলোচনায় জায়গা করে নেওয়া নির্মাতা শামীম আহমেদ রনী ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেয়ার ঘোষণা দিলেন।
নির্মাণ ছেড়ে দেয়ার পেছনে চলচ্চিত্র শিল্পের ভেতরকার কাঁদাছোড়া-ছুড়ি আর রাজনীতিকে দায়ী করেন তিনি। সবশেষ ‘রংবাজ’ সিনেমা নিয়ে এফডিসির রাজনীতি, নিষিদ্ধ, আলোচনা-সমালোচনা শেষে সিনেমাটির নির্মাণ থেকে গুটিয়ে নেন রনী।
এরপর বেশ কঠিন সময় পার করছিলেন এই সফল নির্মাতা। অবশেষে এমন বড় একটি সিদ্ধান্তের ঘোষণা দিলেন নিজেই, সিনেমা ছাড়তে হলো শাকিবের পরিচালককে! বুধবার মধ্যরাতে পরপর দুটি ফেসবুক স্ট্যাটাসে তিনি চলচ্চিত্রের বিদায় নিয়ে কথা বলেন।
প্রথম স্ট্যাটাসে রনী বলেন, ভাল থেকো চলচ্চিত্র শিল্প। অনেক সহ্য করছি, আর সম্ভব না। এতো পলিটিক্স আর প্যাঁচ, যার যা খুশী ভাবুক, ভালো থাকুক। ঘণ্টাখানেক পরে আরেকটি স্ট্যাটাসে রনী লিখেন, ‘আমি ফিল্ম ছাড়ছি আমার ব্যক্তিগত কারণে। কাজেই দয়া করে পরিচালক সমিতি বা সংশ্লিষ্ট কাউকে জড়াবেন না প্লিজ।
এমটিনিউজ২৪/এম.জে