বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ০৫:৫২:১০

প্রভাসের সঙ্গ পেতে সব করতে রাজি শ্রদ্ধা, এমনকি...

প্রভাসের সঙ্গ পেতে সব করতে রাজি শ্রদ্ধা,  এমনকি...

বিনোদন ডেস্ক: 'বাহুবলী ২'-এর সাফল্যের পর প্রভাসকে পেতে শুধু প্রোডিউসার আর ডিরেক্টরদেরই নয়, লাইন লেগে গেছে অভিনেত্রীদেরও | আর সেই তালিকায় নবতম সংযোজন শ্রদ্ধা কপূর |

প্রভাসের পরবর্তী সিনেমা 'সাহো'তে কে তাঁর নায়িকা হবেন তা নিয়ে জল্পনার শেষ ছিল না | সবাই এক রকম নিশ্চিত ছিলেন যে অনুষ্কা শেট্টিকেই দেখা যাবে প্রভাসের নায়িকার ভূমিকায় | কিন্তু বাধ সাধল অনুষ্কার বাড়তি ওজন |

'সাহো'র নায়িকার চরিত্রকে হতে হবে চরম ফিট এবং অবশ্যই স্লিম আর ট্রিম | কিন্তু কোনভাবেই বাড়তি ওজন ঝরিয়ে সময়ের মধ্যে স্লিম হতে পারবেন না অনুষ্কা শেট্টি | তাই শেষমেশ তাঁকে বাদ দিতে হয়েছে 'সাহো' থেকে | আর সেই জায়গায় ঢুকে পড়েছেন শ্রদ্ধা কপূর |

প্রভাসের সঙ্গ পেতে সব করতে রাজি শ্রদ্ধা, এমনকি পারিশ্রমিক ও ওজন দুইই কমাতে রাজি তিনি যদিও শ্রদ্ধার কিছুদিন আগের ছবি 'হসিনা পার্কার'-এর জন্য বেশ কিছুটা ওজন বাড়াতে হয়েছিল তাঁকে কিন্তু শ্রদ্ধা কথা দিয়েছেন সময়ের মধ্যেই সেই বাড়তি ওজনই শুধু নয় তার থেকেও বেশিই ওজন কমিয়ে ফেলবেন তিনি | এছাড়াও আরেকটি বিষয়েও বেশ নমনীয় হয়েছেন শ্রদ্ধা | সেটি হলো তাঁর পারিশ্রমিক |

এর আগে যখন 'সাহো'র চরিত্র নিয়ে শ্রদ্ধার সঙ্গে নির্মাতারা কথা বলেছিলেন তখন নাকি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো বড় টাকা দাবি করেছিলেন শ্রদ্ধা | কিন্তু এখন নাকি সেই দাবি থেকে অনেকটাই সরে এসেছেন তিনি | আসলে শ্রদ্ধার আগের বেশ কয়েকটা ছবি ফ্লপ |

তার ওপর 'বাহুবলী'র আকাশচুম্বী সাফল্যের পর কেউ আর প্রভাসের সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইছেন না | সব মিলিয়ে প্রোডিউসারদের শর্তেই রাজি তিনি | প্রসঙ্গত তেলেগু ও হিন্দি এই দুই ভাষায় তৈর হবে প্রভাসের পরবর্তী ছবি 'সাহো' |  --বাংলা লাইভ

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে