বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ০৭:২০:৫৯

শ্রাবন্তীর আইডি দখলে নিয়ে ফারুকীর কাছে হ্যাকারের আবদার!

শ্রাবন্তীর আইডি দখলে নিয়ে ফারুকীর কাছে হ্যাকারের আবদার!

বিনোদন ডেস্ক: বিপদ থেকে রক্ষা পেলেন শ্রাবন্তী। সম্প্রতি প্রবাসে চলে যাওয়া একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক আইডি হ্যাকড হয়। এরপরই শুরু হয় বিড়ম্বনা।

ফেসবুক আইডি থেকে শ্রাবন্তীর হাজবেন্ডকে ব্লক করা হয়, ব্লক করা গুরুত্বপূর্ণ মানুষের কিছু আইডি। তারপর শুরু হয় হ্যাকারের মূল উদ্দেশ্য সাধন করার প্রয়াস।

শ্রাবন্তীর আইডি দখলে নিয়ে ফারুকীর কাছে হ্যাকার টাকা আবদার করে! জানা গেছে, হ্যাকার আইডি নিজের দখলে নিয়ে ফেসবুক বন্ধুদের নিকট শ্রাবন্তী সেজে 'বিপদে পড়েছে' এই মর্মে টাকা চাওয়া শুরু করে। নির্মাতা মোস্তফা ফারুকীর নিকটও টাকা চায় ওই হ্যাকার।

হ্যাকারের কবল থেকে আইডি উদ্ধারের পর এ ঘটনা জানা যায়। ফারুকীর নিকট শ্রাবন্তী সেজে টাকা চাওয়ায় ফারুকী বলেন, তিনি বিদেশে রয়েছেন, তাই পারছেন না।

পরে আইডি উদ্ধার হলে শ্রাবন্তী ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেখানেই এই অভিজ্ঞতা শেয়ার করেন বাংলাদেশি নির্মাতা। আইডি উদ্ধার  হওয়ার পর শ্রাবন্তী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে