বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭, ০৯:০৫:৩৬

'জীবন খুবই ছোট, হেসে বাঁচো'

'জীবন খুবই ছোট, হেসে বাঁচো'

বিনোদন ডেস্ক: এষা গুপ্তা, সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু নগ্ন ছবি পোস্ট করে বেশ আলোচিত এ বলিউড অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল তার সেই ছবি।
তার সেই রূপ কেড়েছিল সকলের নজর। সমালোচন ও প্রশংসা দুটিই কুড়িয়েছেন এষা।

এবার জীবন নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন এ অভিনেত্রী। তার মতে, ‘জীবন খুবই ছোট, হেসে বাঁচো। ' তার সাম্প্রতিক কার্যক্রম ও ছবি পোস্টের বিষয়েই মূলত এমন কথা বললেন এষা।  

উল্লেখ্য, ২০১২ সালে 'জান্নাত ২' ছবিতে বলিউডে অভিষেক করেন এষা গুপ্তা। এবছর মিলন লুথরিয়া পরিচালিত 'বাদশাহো' ছবিতেও দেখা যাবে প্রাক্তন মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এষা গুপ্তকে। এই ছবিতে একই সঙ্গে দেখা যাবে অজয় দেবগণ, ইমরান হাশমি, ইলিয়ানা ডি'ক্রুজ এবং সঞ্জয় মিশ্রাকে।  
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে