সোমবার, ২৮ আগস্ট, ২০১৭, ১২:৫০:১৫

সায়ন্তিকার মেক-আপ রুমে এ কি কাণ্ড!

 সায়ন্তিকার মেক-আপ রুমে এ কি কাণ্ড!

বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতনামা অভিনেত্রী সায়ন্তিকা।  যিনি ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র 'আওয়ারা'তে জিতের বিপরীতে অভিনয় করে সবার নজর কেড়ে নিয়েছিলেন।  গতকাল রবিবার টলি নায়িকা সায়ন্তিকা হঠাৎ হাজির ফেসবুক লাইভে।   সোজা নিয়ে গেলেন তাঁর মেক-আপ রুমে।  দর্শকদের তাঁর মেক-আপ রুমের কিছু দৃশ্য দেখালেন।

কিন্তু কি ছিল সেখানে যা ঘটা করে দেখালেন তাঁর ফ্যানদের উদ্দেশ্যে? ‘বিন্দাস ডান্স রিয়্যালিটি শো’ এর জন্য জাজ হিসাবে বাছা
হয়েছে সায়ন্তিকাকে সঙ্গে থাকবেন পরিচালক রাজ চক্রবর্তী এবং বাবা যাদব।

সায়ন্তিকা লাইভে এসে মেক-আপ রুমের এ কি কাণ্ড দেখালেন! দেখালেন কীভাবে মেকাপ রুম কে চারদিনের জন্য গুছিয়ে সাজিয়েছেন তিনি।  কারণ চারদিন তাঁরা থাকবেন এই শো এর জাজ হিসাবে।  আর তার জন্য কীভাবে সাজবেন, কি কি ড্রেস রেখেছেন, এমনকি খাবারে কি কি রেখেছেন সব তুলে ধরলেন দর্শকের জন্য।

রাজ এবং বাবা যাদবের সঙ্গে সায়ন্তিকার খুনসুটি ও প্রকাশ পেল এই লাইভে।  কয়েকটা দিন তারা যে বিন্দাস কাটাবেন তা কিন্তু বোঝাই গেল।  এই শো কতটা বিন্দাস হবে এখন সেটাই দেখার পালা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে