বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১৩:০৩

'প্রেমিক ছাড়া জীবন উপভোগ করতে পারি না'

'প্রেমিক ছাড়া জীবন উপভোগ করতে পারি না'

বিনোদন ডেস্ক: বিবাহ বিচ্ছেদ ও একাকিত্ব নিয়ে এবার মুখ খুললেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। হলিউড মাতানো এই অভিনেত্রী জানালেন তিনি প্রেমিক ছাড়া জীবন উপভোগ করার অভিজ্ঞতা।
 
সম্প্রতি দ্য টেলিগ্রাফের সঙ্গে এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন, 'মাঝে মধ্যে মনে হয় সব কিছু আমি একাই বয়ে নিয়ে যাচ্ছি। এরপরেও আমার দিন কেটে যাচ্ছে। তার মানে এই নয়, আমি কিছু একটা খুঁজে বেড়াচ্ছি। তবে হ্যাঁ, প্রেমিক ছাড়া জীবন উপভোগ করা যায় না। ’

গতবছর হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে জোলির ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি বলেছিলেন, ব্র্যাড পিটের কাছে আর ফিরে যাবেন না।  

তখন তিনি খুবই আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এই বছরটি আমার জন্য খুবই কষ্টকর। তাছাড়া শারীরিকভাবেও আমি বেশ অসুস্থ। কিন্তু তারপরেও সন্তানদের সুখের জন্য শত কষ্টের মধ্যেও আমার ঠোঁটের কোনায় হাসিটুকু ধরে রাখতে হয়। ’
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে