বিনোদন ডেস্ক : কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীর বাসায় গতাকাল ৬ সেপ্টেম্বর হয়েছে একটি ঘরোয়া আড্ডা। সেখানে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের প্রথিতযশা অভিনেত্রী শাবনূর। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী তার নিজ ফেসবুক অ্যাকাউন্টে সেই আড্ডার কিছু ছবি আপ করেছেন। আড্ডা সম্পর্কে জানতে যোগাযোগ করা হয় দিনাত জাহান মুন্নীর সঙ্গে। তিনি বলেন, ‘শাবনূর আমাকে খুবই পছন্দ করে। ও আমার প্রতিবেশী। ও আর আমি ইস্কাটনে থাকি পাশাপাশি। ভালো সম্পর্ক, কিন্তু যাওয়া আসা কম হয়। ও আমাকে ঈদের আগে ফোন করে বলেছিল ওর বাসায় যেতে। পরে আমি গিয়েছিলাম। তখনই ও বলেছিল যে ঈদের পর আমাদের বাসায় আসবে। সাধারণত শাবনূর খুব গান পাগল মেয়ে। এছাড়াও ও আমাকে খুব ভালোবাসে। এই সব কিছু মিলিয়েই ও এসেছিল। গত পরশু রাতে ও আমাকে কল দিয়ে বললো- আমি কিন্তু আসছি। ওর সঙ্গে আমার খুব ভালো মানসিক সম্পর্ক। ওর বাচ্চার সঙ্গেও আমার বাচ্চার খুব ভালো বন্ধুত্ব। ওরা একই স্কুলে পড়ে। ওরাও দুজন দুজনকে খুব ভালোবাসে। বাচ্চাদের একটু আনন্দ দিতে আর আমরাও একটু আনন্দের সময় কাটাতে একসঙ্গে হলাম, এই আরকি’।
শাবনূর সম্পর্কে দিনাত জাহান মুন্নী আরও বলেছেন- ‘শাবনুর খুব সহজ সরল, খুবই সহযোগিতা পরায়ন ও সাধারণ একটি মেয়ে। ওর মতো আরেকটি শিল্পী জন্মাবে কি না সন্দেহ আছে। ওর সঙ্গে না মিশলে কেউ বুঝতেই পারবে না যে তারকা শাবনূর কতটা সাধারণ। শাবনূর গান ভালোবাসে। গতকাল রাত প্রায় একটা পর্যন্ত গান গাইলো ও আমার বাসায়। আড্ডায় শাবনূর, আমি, তপন দা ও বকুল ছিল। আমাদের ঘরোয়া আড্ডা। ও বলছিল- অনেক আড্ডাই তো দিই, কিন্তু এমন শান্তি ও কোথাও পাইনি’।
শাবনূরের সঙ্গে কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নীর সম্পর্ক অনেক দিনের। প্রসঙ্গত মুন্নী বলেছেন- ‘শাবনূরের সঙ্গে সঙ্গে আমার যোগাযোগ আমার বিয়ের সময় থেকেই। আমার বিয়ের প্রতিটি অনুষ্ঠানে ও উপস্থিত ছিল এত ব্যস্ততার মধ্যেও’।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস