বিনোদন ডেস্ক : ক্ষেপে গেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। মন ভালো নেই তার। কারণ কিছু সংবাদমাধ্যম প্রচার করে দিয়েছে, আগামী সংসদ নির্বাচনে একটি দলের পক্ষে মনোনয়ন প্রত্যাশা করছেন জনপ্রিয় এই অভিনেতা। এসব খবরে বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি বিশ্বাস করি, সংবাদপত্র জাতির বিবেক। সেই বিবেকে মিথ্যা সংবাদ প্রচার করা হলে সংবাদপত্রের ওপর সাধারণ মানুষের আস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? বিএনপির হয়ে আমার মনোনয়ন প্রত্যাশার যে খবর প্রকাশিত হলো তার কোনও ভিত্তি নেই। এটা মুখরোচক কথামালার কল্পকাহিনি, বানোয়াট, ভিত্তিহীন। আমি মনে করি, এই সংবাদ প্রকাশের কারণে একটি ঘৃণ্য অপপ্রয়াসের শিকার হয়েছি।’
নির্বাচনে আসার কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেছেন ইলিয়াস কাঞ্চন। এ সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে প্রয়োজনে আইনের আশ্রয় নেওয়ার কথা ভাবছেন তিনি। তার দাবি, ‘বিএনপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এমনকি তারা আমার সঙ্গে এ বিষয়ে যোগাযোগও করেননি।’
কাঞ্চন বলেছেন, ‘আমি সড়কের মানুষ, সড়ক নিয়েই থাকতে চাই। সড়ক দুর্ঘটনার ভয়াল থাবা থেকে এ দেশের মানুষকে নিরাপদ রাখার আন্দোলনের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছি। আমার কোন রাজনৈতিক উচ্চাভিলাষ নেই। কখনও কাউকে বলিনি নির্বাচন করবো বা নির্বাচনে যাওয়ার ইচ্ছা আছে।’
আগামী ২২ অক্টোবর সরকারিভাবে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ইলিয়াস কাঞ্চন। তার ধারণা, এই পদক্ষেপকে বাধাগ্রস্ত করতেই এই মিথ্যা সংবাদ ছড়ানো হয়েছে।
১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে আসেন ইলিয়াস কাঞ্চন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ডুমুরের ফুল’, সুন্দরী’, ‘শেষ উত্তর’, ‘নালিশ’, ‘অভিযান’, ‘দায়ী কে?’, ‘ভেজা চোখ’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘পরিণীতা’, ‘অচেনা’, ‘শঙ্খমালা’ প্রভৃতি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস