শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০১:০৯:৫০

দুবাই পৌঁছেই পাগড়ী ও আলখাল্লা খুলে মর্ডান ড্রেসে অনন্ত জলিল

দুবাই পৌঁছেই পাগড়ী ও আলখাল্লা খুলে মর্ডান ড্রেসে অনন্ত জলিল

বিনোদন ডেস্ক : গত চারদিন আগে মানে ৩ সেপ্টেম্বর ঈদের ছুটি কাটাতে সপরিবারে দুবাই গিয়েছেন অনন্ত জলিল। যাওয়ার সময় তিনি তার ফেসবুক পেজে একটি ছবি আপ করেছিলেন, যার ক্যাপশনে লেখা ছিল- ‘অন আওয়ার ওয়ে টু ডুবাই’। সেই ছবিতে তাকে দেখা গিয়েছে পাগড়ী ও আলখল্লা পরিহিত অবস্থায়।

দুবাই পৌঁছেই তিনি তার ফেসবুক পেজে এক সঙ্গে ১৪ টি ছবি আপ করেছেন। ছবির ক্যাপশনে লেখা আছে- ‘পাসিং গুড টাইম ইন ডুবাই’। উক্ত ১৪ টি ছবির মধ্যে- আটটি ছবিতে দেখা গিয়েছে তিনি গেঞ্জি, শার্ট, গেঞ্জির উপর কোট পরে মর্ডান ড্রেসে আছেন। তিনটি ছবিতে দেখা তাকে দেখা গিয়েছে পাগড়ী ও আলখল্লা পরিহিত অবস্থায়। বাকী তিনটি ছবি তার স্ত্রীর।

উল্লেখ্য বাংলাদেশে থাকাকালীন তার ফেসবুক পেজে পাগড়ী ও আলখাল্লা পরিহিত অবস্থা ব্যতীত সাধারণ পোশাকে কোনো ছবি বা ভিডিও দেখা যায়নি। যেখানেই গিয়েছেন পাগড়ী ও আলখাল্লা পরেই গিয়েছেন। কিন্তু দুবাই গিয়ে সেখানকার ‘বুর্জ আল আরব’ থেকে তিনি কিছু ছবি আপ করেছেন যেখানে তাকে পাগড়ী ও আলখাল্লা ছাড়াই দেখা গিয়েছে। সেই ছবি দেখে তার ভক্তরা ফেসবুক কমেন্টে বিস্মিত হয়েছে। অনেকে আবার প্রশ্নও করেছেন।

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে