শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০১:২৩:০৩

রোহিঙ্গা ইস্যুতে ‘আল্লাহু আকবার’ বলে জিহাদের ডাক দিলেন ওমর সানি

রোহিঙ্গা ইস্যুতে ‘আল্লাহু আকবার’ বলে জিহাদের ডাক দিলেন ওমর সানি

বিনোদন ডেস্ক : মিয়ানমার তাদের নাগরিকত্বের স্বীকৃতি দেয় না, প্রতিবেশীরাও গ্রহণ করতে চায় না-এই হল রোহিঙ্গা। মিয়ানমারের এই মুসলিমরাই সম্ভবত পৃথিবীর সবচেয়ে ‘বন্ধুহীন একটি জনগোষ্ঠী’। তাদের পাশে এবার দাঁড়ান চিত্রনায়ক ওমর সানি।

রাখাইন প্রদেশে গত ২৫ অগাস্ট নতুন করে সহিংসতা শুরুর পর আবার পালাতে হচ্ছে রোহিঙ্গাদের; গন্তব্য তাদের পাশের দেশ বাংলাদেশ। জাতিসংঘ শরণার্থী সংস্থার হিসাবে ইতোমধ্যে অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেও পড়েছেন।

এদিকে গত ৭ সেপ্টেম্বর বাংলা চলচ্চিত্রের নায়ক ওমর সানি ফেসবুকে একটি স্ট্যটাস দিয়েছেন। সেটি হল-‘সারা পৃথিবীর মানুষ ও বাংলাদেশে যারা অবস্থান করছেন, আসুন আমরা আমাদের বিবেক বোধ থেকে একত্রিত হয়ে জিহাদের ডাক দিই। ওমর সানী ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা জিহাদের ঘোষনা দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ তুমি ওদের হেফাজত করো, রক্ষা করো, আমিন।’

গত ১ সেপ্টেম্বরও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে বিরুদ্ধে ফেসবুকে যুদ্ধ ঘোষণা করেছিলেন। সেদিন লিখেছিলেন, ‘প্রথমেই শুরু করি হিটলারকে দিয়ে। লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে হিটলার কিন্তু লাশের বিভৎষতা এতো দেখা যায়নি। তারপর আসেন লেলিন, মুসলীনি মাঝখানে পৃথিবীতে আরো অনেকের নামই এসেছে। পাকিস্তানের জুলফিকার আলী ভূট্টু তার বিভৎষতা আমরা ছবিতে দেখেছি এবং বাস্তবেও অনেকে দেখেছেন।’

তিনি সেদিন আরো লেখেন, ‘আপনারা আমার সাথে একমত হবেন কিনা, তা আমি জানি না। আমার জানা মতে সবার আগে হত্যা, নিশংসতা, বিভৎষতায় সব চেয়ে এগিয়ে আছেন "সুচী"। বিশ্ব মুসলিম এবং অন্য ধর্মের সবাই এই রহিঙ্গাদের বাচাঁবার জন্য জিহাদী যুদ্ধ বলেন, বিবেকের যুদ্ধ বলেন, মানবতার যুদ্ধ বলেন সব যুদ্ধ ঘোষনা করতে হবে।’

এমটিনিউজ/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে