শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:০৫:০৩

বিয়ের আগে কিভাবে সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন ?

বিয়ের আগে কিভাবে সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন ?

বিনোদন ডেস্ক:  বিয়ের আগে কিভাবে সন্তানসম্ভবা হয়ে পড়েছিলেন তিনি? গত ১৬ অগস্ট বিয়ে করেছেন অভিনেত্রী রিয়া সেন। সে খবর সামনে আসার পরই এই গুঞ্জন শুরু হয়েছিল ইন্ডাস্ট্রিতে। এ বার সেই প্রেগন্যান্সির জল্পনা নিয়ে মুখ খুললেন রিয়া স্বয়ং।

স্পটবয়ই-কে দেওয়া সাক্ষাত্কারে রিয়া বলেন, ''এই ধরনের গুজব আশা করেছিলাম।'' যদিও তিনি সন্তানসম্ভবা কি না তা নিয়ে অবশ্য সরাসরি কোনও মন্তব্য করেননি নায়িকা। গত মাসে পুণেতে বয়ফ্রেন্ড শিবম তিওয়ারির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন রিয়া।

রাইমা সেন রিয়ার বিয়ের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, গত ফেব্রুয়ারি এক বন্ধুর মাধ্যমে নাকি শিবমের সঙ্গে রিয়ার আলাপ হয়। সেখান থেকে বন্ধুত্ব। দিদি রাইমার সঙ্গেও শিবমের আলাপ করিয়ে দেন রিয়া। তাঁর কথায়, "বিয়ের সিদ্ধান্তটা আমরা হঠাত্ করেই নিয়েছিলাম। একদিন সকালে ঘুম খেকে উঠে হঠাত্ শিবম বলেছিল, চল এখনই বিয়ে করব।"

তবে এই মুহূর্তে হনিমুনে যাচ্ছেন না দম্পতি। রিয়া জানিয়েছেন, শুটিং নিয়ে আপাতত তিনি ব্যস্ত। ফলে হনিমুনের প্ল্যান পরে হবে। এই মুহূর্তে একতা কপূরের ওয়েব সিরিজ 'রাগিনী এমএমএস ২.২'-এর শুটিং করছেন রিয়া। -আনন্দ বাজার

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে