শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:২৮:২৭

রংবাজ সিনেমা দেখে দর্শক প্রতিক্রিয়া, শাকিব খান লিখলেন...

রংবাজ সিনেমা দেখে দর্শক প্রতিক্রিয়া, শাকিব খান লিখলেন...

বিনোদন ডেস্ক: সিনেমা হলে গিয়ে শাকিব খান অভিনীত রংবাজ সিনেমাটি যারা দেখেছেন, সে সকল দর্শকদের মধ্যে কিছু দর্শকের মতামত নেওয়া হয়েছে ভিডিও আকারে। ঈদের তৃতীয় দিন চালানো হয়েছে এই দর্শক জরিপ। প্রশ্ন ছিল, কেমন লাগলো রংবাজ সিনেমাটি? প্রশ্নের উত্তরে সবাই-ই বলেছেন- বেশ ভালো লেগেছে। ১০ এর মধ্যে কত দেওয়া যায়? এমন প্রশ্নের উত্তরে দুজন ব্যক্তি বলেছেন ১০ এ ১০০। ছয়জন বলছেন ১০ এ ১০। কেবল একজন বলেছেন ১০ এ ৯। দর্শক প্রতিক্রিয়ার ভিডিও টি শাকিব খান আপ করেছেন নিজ ফেসবুক অ্যাকাউন্টে।

ভিডিওটি আপ করে শাকিব খান ক্যাপশনে লিখেছেন: রংবাজ! এই বন্যা আর বৃষ্টিতেও আপনারা যারা এতো কষ্ট করে হলে গিয়ে আমার অভিনীত ছবি দেখছেন, প্রশংসা করছেন, ভালোবাসছেন সত্যি আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে