শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:০৪:০৪

মুক্তির আগেই আয়ের রেকর্ড গড়লো মহেশ বাবুর ‘স্পাইডার’

মুক্তির আগেই আয়ের রেকর্ড গড়লো মহেশ বাবুর ‘স্পাইডার’

বিনোদন ডেস্ক : ভারতে এখন যেন দক্ষিণে সিনেমার যুগ চলছে! বর্তমান সময়ে ভারতের দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকে চেনেন না এমন সিনেমা দর্শক উপমহাদেশে মেলা ভার।
 
এবার সেই মহেশ বাবুর আপকামিং সিনেমা ‘স্পাইডার’ মুক্তির আগেই রেকর্ডের খাতায় নাম লেখাল। ‘স্পাইডার’ চতুর্থ ভারতের দক্ষিণী সিনেমা, যা প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ১৫৭.৭ কোটি রুপি আয় করেছে।
 
এর আগে এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলি’, ‘বাহুবলি : দ্য কনক্লুশন’, রজনীকান্তের ‘কাবালি’ সিনেমাটি এই পরিমাণ অর্থ প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে আয় করেছিল। স্পাইডার সিনেমাটি পরিচালনা করছেন ব্লকবাস্টার পরিচালক এ আর মুরুগাদোস।
 
সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন মহেশ বাবু ও রাকুল প্রীত সিং। এতে মহেশ বাবু চতুর একজন গোয়েন্দা পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার সংগীতায়োজন করেছেন জয়রাজ।
 
২৭ সেপ্টেম্বর তেলেগু, তামিল, মালায়ালাম ও হিন্দি ভাষায় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি ঘিরে দক্ষিণ ভারতের পাঁচটি রাজ্যসহ মহেশ বাবু ভক্তদের মধ্য দারুণ উন্মাদনা বিরাজ করছে।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে