শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৫:৫৪:১৮

‘জীবনে রং ফর্সাকারি ক্রিমের বিজ্ঞাপন করে ঠিক করিনি’

‘জীবনে রং ফর্সাকারি ক্রিমের বিজ্ঞাপন করে ঠিক করিনি’

বিনোদন ডেস্ক: ফর্সা হওয়ার সুপ্ত ইচ্ছা ভারতীয়দের মধ্যে প্রবল। এর জন্য চলে নানা রকম প্রোডাক্টের ব্যবহার। বাজারে রমরমিয়ে বিক্রি হয় ফেয়ারনেস ক্রিম। লাভবান হয় ক্রিম প্রস্তুতকারক কম্পানিগুলি। ক্রিমের বিক্রি আরও বাড়ানোর জন্য বিজ্ঞাপনের আশ্রয় নেয় কোম্পানিগুলি। সম্প্রতি অভয় দেওলের মতো তারকা এধরনের বিজ্ঞাপনে আপত্তি জানিয়েছিলেন। এনিয়ে এবার বলতে শোনা গেল প্রিয়ঙ্কা চোপড়াকে। অভিনেত্রীর মতে, এই ধরনের বিজ্ঞাপন রং নিয়ে মানুষের মধ্যে বৈষম্য বাড়ায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ভারতে মেয়েদের গায়ের রং কালো হলে তাদের বেচারি বলা হয়। এদেশে ফর্সা হওয়ার ক্রিম বিক্রি হয়। ক্রিম বিক্রির বিজ্ঞাপন করেন তারকারা। কিশোরী অবস্থায় তিনি নিজেও এসব ক্রিম ব্যবহার করতেন। করেছিলেন বিজ্ঞাপনও। তার কথায়, আমার তখন ২০ বছর বয়স। এধরনের একটি বিজ্ঞাপন করেছিলাম। আজ ভাবলে অনুতপ্ত বোধ করি। সেই বিজ্ঞাপনে আমি এমন একজন মেয়ের চরিত্রে অভিনয় করেছিলাম যার গায়ের রং নিয়ে হীনমন্যতা আছে। পরে যখন বিজ্ঞাপনটি দেখি তখন খারাপ লেগেছিল। মনে হল, আমাকে বোকা বানানো হয়েছে।

প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন, তারপর থেকে আর কোনওদিন ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপন করেননি। কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করেন। অভিনেত্রীর কথায়, তিনি নিজেও একসময় ফেয়ারনেস ক্রিম ব্যবহার করতেন। পরে ভুল বুঝতে পারেন। প্রত্যেকের নিজের সৌন্দর্যে খুশি থাকা উচিত।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে