শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:২৬:৪৯

শিল্পার ছবি তুলতে গিয়ে মার খেলো ফটোগ্রাফার

শিল্পার ছবি তুলতে গিয়ে মার খেলো ফটোগ্রাফার

বিনোদন ডেস্ক: নিজেদের কাজ করতে গিয়েছিলেন দুই চিত্র সাংবাদিক। ছবি তোলার চেষ্টা করেছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি ও তার স্বামীর। তাতেই চটে লাল বাউন্সাররা। দুজনকেই বেধড়ক মারধর করল তারা। এতটাই মারধর করা হয় যে, একজনের মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। গতকাল রাতে ঘটনাটি ঘটে মুম্বইয়ের এক হোটেলের কাছে।

সাংবাদিকদের মারধরের ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, লিঙ্কিং রোডের কাছে বাউন্সাররা দুই ফ্রি ল্যান্স সাংবাদিককে বেদম মারছেন। প্রকাশ্য রাস্তায় পেটানো হচ্ছে। বাউন্সারদের হাত থেকে সাংবাদিকদের বাঁচানোর চেষ্টা করছেন স্থানীয়রা।

শোনা যাচ্ছে, ছবি তুলতে চিত্রসাংবাদিকদের নিষেধ করেননি শিল্পা বা রাজ। হাসিমুখে তারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। ঘটনাস্থল থেকে তারা চলে যাওয়ার পরই শুরু হয় সাংবাদিকদের মারধর। ঘটনায় অভিযুক্ত দুই বাউন্সারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে