বিনোদন ডেস্ক: আসছে ২৭ সেপ্টেম্বর। শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের প্রথম জন্মদিন। অপু এবং শাকিবের জীবনে এটি একটি বিশেষ দিন। দিনটিকে ঘিরে নানান পরিকল্পনা এঁটেছেন অপু-শাকিব। আর নানা হিসেব-নিকেশ কষছেন এখন থেকেই।
কীভাবে দিনটিকে আরও রঙিন করে তোলা যায়। অপু জানান, জয়ের প্রথম জন্মদিনে বেশ বড় পরিসরেই একটি অনুষ্ঠান করার আয়োজন করার কথা ভাবছনে তিনি। যেখানে কাছের আত্মীয়স্বজন, গণমাধ্যমকর্মী, সহ-কর্মীসহ সবাইকে আমন্ত্রণ জানাবেন। তবে সে অনুষ্ঠানের বিশদ বিবরণ আর এখনই জানাতে চান নি এ নায়িকা।
গত ১০ এপ্রিল, কোলের শিশু নিয়ে প্রকাশ্যে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসার পর গত বছরের ২৭ সেপ্টেম্বর কলকাতায় তাদের এই সন্তান হয়। দীর্ঘদিনের ঘর-সংসারও তাদের। অবন্তী বিশ্বাস অপু থেকে ধর্মান্তরিত হয়ে অপু ইসলাম খান নাম নিয়ে শাকিবকে বিয়ে করেছেন তিনি।
সম্প্রতি অপু বিশ্বাস চিত্রনায়ক রিয়াজের সঙ্গে নাভানার বিভিন্ন পণ্যের মডেল হিসেবে কাজ করেছেন। যৌথভাবে এ বিজ্ঞাপনগুলো নির্মাণ করেছেন এস এম সালাউদ্দিন এবং কে এস ফাহিম। অপু অভিনীত সবশেষ (গত রমজানের ঈদে) বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবিটি মুক্তি পায়। এদিকে শাকিব বর্তমানে ‘চালবাজ’ ছবির শুটিংয়ে লন্ডনে রয়েছেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস