শুক্রবার, ০৮ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:২৪:৪২

ফুটসলে দল কিনলেন সানি লিওন

ফুটসলে দল কিনলেন সানি লিওন

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার ফুটসল সেশন টু'তে দল কিনলেন বলি ডিভা সানি লিওন। কোচির দল 'কেরালা কোবরা'র সহযোগী মালিক হলেন সানি।
এ মাসের ১৫ তারিখ থেকেই শুরু হতে চলেছে টুর্নামেন্টটি।  

মুম্বাইয়ে উদ্বোধনের পর বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ফুটসল সেশন টু'র বাকি ম্যাচ।  

এক বিবৃতিতে প্রিমিয়ার ফুটসল আয়োজকরা জানিয়েছেন, ফুটসলের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে। সেপ্টেম্বর ২৬ থেকে ১ অক্টোবরের মধ্যে ফাইনালের আয়োজন করা হবে।

প্রিমিয়ার ফুটসল সেশন টু'র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লুই ফিগো, রায়ান গিগস, পল স্কোলস, ক্রেসপো এবং রোনালদিনহোর মত ফুটবল দুনিয়ার কিংবদন্তীরা।  
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে