শনিবার, ০৯ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৫৯:১৪

এই ভারত আমার নয় : এ আর রহমান

এই ভারত আমার নয় : এ আর রহমান

বিনোদন ডেস্ক : ভারতে উগ্র হিন্দুত্ববাদ বিরোধী বয়োজ্যেষ্ঠ সাংবাদিক গৌরি লঙ্কেশের হত্যাকান্ডে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ আর রহমান। শুক্রবার মুম্বাইয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘যে ভারতকে আমি চিনতাম বর্তমান পরিস্থিতি সে ভারতের নয়।’ পিটিআই নিউজ এজেন্সির বরাত দিয়ে শনিবার এনডিটিভি এ খবর জানিয়েছে।

গৌরি হত্যাকান্ড প্রসঙ্গে ৫০ বছর বয়সী এ আর রহমান ভারাক্রান্ত কন্ঠে বলেন, ‘এ ঘটনায়, আমি খুব দুঃখ পেয়েছি। ভারতে এমন ঘটেনা। এটা আমার ভারত নয়। আমি ভারতকে অগ্রসর এবং মানবিক দেখতে চাই।’

বামপন্থী ঘরানার খ্যাতিমান নারী সাংবাদিক গৌরি লঙ্কেশ বেঙ্গালুরুতে গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বন্দুকধারীদের গুলিতে নিজ বাড়ির সামনেই নিহত হন। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা গৌরিকে গুলি করে পালিয়ে যায়। তার বুকে দুটি ও কপালে একটি গুলি লাগে। সিসি ক্যামেরা ফুটেজে জ্যাকেট ও মাথায় হেলমেট পরিহিত এক দুর্বৃত্তকে খুব কাছ থেকেই গুলি করতে দেখা যায়। চারদিন পেরিয়ে গেলেও খুনিরা এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তবে ধারণা করা হচ্ছে, হিন্দু উগ্রবাদীরাই গৌরিকে হত্যা করেছে। এ ঘটনায় ভারতীয় গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।

মোদির হাত ধরে ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দেশটিতে উগ্র হিন্দুত্ববাদ ক্রমেই বেড়ে চলেছে। বিগত বছরগুলোতে সংখ্যালঘু মুসলিমদের উপর আক্রমণ সেখানে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতিক সময়ে গরুর মাংস খাওয়া ও বহন করার অভিযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকজন মুসলিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এমন পরিস্থিতিতে কেবল এ আর রহমান নয় প্রগতিশীল ভারতীয়দের ধৈর্য্যরে বাধ ভেঙে যাচ্ছে। বুঝাই যাচ্ছে যে, গৌরি লঙ্কেশের হত্যাকান্ডের জের এত সহজে থামছেনা দেশটিতে।-এনডিটিভি
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে