রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:৪৪:৪৬

পূজায় চমক দিতে সানির অঙ্গে শাড়ির বাহার

পূজায় চমক দিতে সানির অঙ্গে শাড়ির বাহার

বিনোদন ডেস্ক :  পূজার মুখে হঠাত্‍ই বাঙালি ট্রাডিশনাল শাড়িতে ঝলক দিলেন সানি লিওন৷ বলিউডের  একটি ম্যাগাজিনের জন্য ফটোশ্যুট করেছেন তিনি৷ স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে তাঁর এই ছবি আপলোড করেছেন ফটোগ্রাফার পল ডেভিড মার্টিন। তারপরই হইহই কাণ্ড৷

অজয় দেবগন অভিনীত 'বাদশাহো' ছবিতে ইমরান হাসমির সাথে সানি লিওনকে 'পিয়া মোরে' গানে দেখা গেছে চটুল নৃত্যে। খোলামেলা পোশাকে ইমরান হাসমির সাথে হট সিনে দর্শকের মন কেড়েছেন সানি। আর পূজার মুখে তাঁকেই দেখা গেল হাল্কা জুয়েলারি ও ছিমছাম সবুজ শাড়িতে একদম বাঙালি লুকে।

কালো টিপ, চুলের খোপা আর লাইট মেকআপে হটেস্ট সানি লিওন তৈরি অষ্টমীর সকালে অঞ্জলির জন্য। গোপনে রাতের নীল স্বপ্নছবির লাস্যময়ী এবার দিনের আলোয় আনন্দলোকের পাতা জুড়ে ঝলমলিয়ে দেখা যেতে চলেছে। সনির হাল্কা সাজ আর শাড়ির স্পেশাল লুক এবার পূজার ট্রেন্ডে নজর কাড়তে চলেছে। --কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে