বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭, ০২:৫৪:৫১

রোজিনা ও চম্পাকে নিয়ে ইলিয়াস কাঞ্চনের চমক

রোজিনা ও চম্পাকে নিয়ে ইলিয়াস কাঞ্চনের চমক

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তিন তারকা ইলিয়াস কাঞ্চন, রোজিনা ও চম্পা। একসময়ে চলচ্চিত্রের অভিনয় দিয়ে দাপিয়ে বেরিয়েছেন তারা। তবে এ তিন তারকাকে একসঙ্গে খুব একটা দেখা যায়নি। সর্বশেষ ‘ছেলে কার’ নামে একটি চলচ্চিত্রে একসঙ্গে দেখা গিয়েছিল তাদের। দীর্ঘ বিরতির পর রোজিনা ও চম্পাকে নিয়ে ইলিয়াস কাঞ্চনের চমক। এবার দেখা যাবে ছোট পর্দার জন্য নির্মিত একটি টেলিছবিতে। নাম ‘ক্রাইম রোড’।

টেলিফিল্মটি নির্মাণ করেছেন তারিক মুহাম্মদ খান। গেল ঈদের আগে নাটকটির শুটিং শেষ হয়েছে উত্তরার বিভিন্ন লোকেশনে। কিছুটা চলচ্চিত্রের ফ্লেভারেই নির্মিত হয়েছে এই টেলিছবিটি, জানালেন পরিচালক।

এতে অভিনয় প্রসঙ্গে রোজিনা বলেন, ‘আমরা অনেকদিন আগে একটা সিনেমায় অভিনয় করেছিলাম। তারপর আর কখনোই একসঙ্গে কাজ করা হয়নি। এতদিন পর একসঙ্গে কাজ করতে গিয়ে দারুণ আনন্দ পেয়েছি। মনে হচ্ছে আমরা চলচ্চিত্রেই অভিনয় করেছি। বেশ ভালো লেগেছে। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।’

টেলিফিল্মটি প্রসঙ্গে নির্মাতা তারিক মুহম্মদ জানান, ‘এর গল্পে কিছুটা সিনেমার ফ্লেভার পাওয়া যাবে। নানা ধরনের অপরাধ হয় বলে একটা রাস্তার নাম হয়ে গেছে ‘ক্রাইম রোড’। এ রোডের ক্রাইম দূর করতে এগিয়ে আসেন একজন গোয়েন্দা কর্মকর্তা, পত্রিকার সাংবাদিকসহ অনেকেই। আশা করি দর্শকদের পছন্দ হবে টেলিফিল্মটি।’

চলচ্চিত্রের জনপ্রিয় ওই তিন তারকা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন স্পর্শিয়া আলভী ও আরও অনেকেই। টেলিফিল্মটি আজ বৃহস্পতিবার রাত ১০টা ৫৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে