বিনোদন ডেস্ক : লাল শাড়িতে এই ছবির জন্য সোশ্যাল সাইটে সমালোচিত হতে হলো দঙ্গল অভিনেত্রী সানা শেখকে। বলিউড পারফেকশনিস্ট আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবি তার জীবনটাই বদলে দিয়েছে।
বলিউডের নবাগতা অভিনেত্রীদের তালিকার শীর্ষে পৌঁছে গিয়েছেন তিনি। জনপ্রিয়তারও শীর্ষে। অভিনেতা-অভিনেত্রীদের কাজের প্রশংসা পরিবর্তে তাদের পোশাক নিয়ে বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার মাথাব্যথা লক্ষ্য করা যাচ্ছে।
তারা কী পরলেন, কার সঙ্গে ঘুরলেন, তা নিয়ে নিজস্ব মতামতও খুল্লামখুল্লা দিয়ে দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আগেও একবার শাড়ি পরা ছবি দিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের রোষের মুখে পড়েছিলেন ‘দঙ্গল’ গার্ল ফতিমা। ফের একবার সেই ঘটনা ঘটল তার সঙ্গে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফের শাড়ি পরা একটি ছবি পোস্ট করেছিলেন ফতিমা। সঙ্গে সঙ্গে ছবিটি নিয়ে কুৎসায় মেতে ওঠে সোশ্যাল মিডিয়া। প্রসঙ্গত, বর্তমানে ‘থাগস অফ হিন্দুস্তান’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
এমটিনিউজ/এসএস