বিনোদন ডেস্ক: পরিচালক সত্রজিৎ সেনের ‘মাইকেল’ ছবিটি ঘিরে কৌতূহল বাড়ছে। সম্প্রতি ছবির মিউজিক লঞ্চ অনুষ্ঠানে দর্শকদের উৎসাহ দেখে তেমনটা ভাবাই স্বাভাবিক। মীর, স্বস্তিকা মুখোপাধ্যায়, অরিজিৎ দত্ত, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত এই ছবিটি একটি স্যাটায়ারিকাল কমেডি।
দর্শকের কাছে যে এই ছবি অত্যন্ত মনোরঞ্জক হবে সে বিষয়ে খুব একটা সন্দেহ নেই। ছবির গানের দৃশ্যগুলিও শ্যুট করা হয়েছে বেশ যত্ন নিয়ে। স্বস্তিকা মুখোপাধ্যায় ও স্যাফায়ার ক্রিয়েশনস টিমের যৌথ উপস্থাপনা ‘বেহায়া রাত’-এর ভিডিওটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যেই। এই ডান্স সিকোয়েন্সটির কোরিওগ্রাফি করেছেন বিখ্যাত কনটেম্পোরারি ডান্সার ও স্যাফায়ারের কর্ণধার সুদর্শন চক্রবর্তী।
সদ্য মুক্তি পেয়েছে ছবির আরও একটি সং ভিডিও— ‘আয়া রঙ্গ রসিয়া’। এই সং সিকোয়েন্সে ‘দেশি ছোড়ি’ অবতারে দেখা গেল অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকে। তনুশ্রী এই ছবির একটি প্রধান চরিত্রে রয়েছেন। তাঁর অভিনয়দক্ষতার পরিচয় তো বাংলা ছবির দর্শক বহুবার পেয়েছেন কিন্তু ভোজপুরী সাজপোশাকে ‘টিপিক্যাল’ এই অবতারেও তিনি কতটা সাবলীল সেটা দেখা গিয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস