রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮, ০১:৩৯:৩৫

ক্যাটরিনাকে বিয়েতে নেমতন্নতে সাফ 'না' দীপিকার, কী বললেন জানেন?

ক্যাটরিনাকে বিয়েতে নেমতন্নতে সাফ 'না' দীপিকার, কী বললেন জানেন?

বিনোদন ডেস্ক :   রণবীর-দীপিকার বিয়ে বি-টাউনে প্রায় নিত্যদিনই নানান কথা শোনা যায়।  সম্প্রতি শোনা যাচ্ছিল, জন্মদিনে রণবীরের সঙ্গে শ্রীলঙ্কায় ছুটি কাটাতে গিয়েই বাগদান পর্ব নাকি দীপিকা সেরেই ফেলেছেন। যদিও সে জল্পনায় জল ঢালেন দিপ্পি। জানিয়ে দেন তাঁদের বাগদান এখনও হয়নি।

তবে বাগদান না হলেও বিয়ের কথাবার্তা যে এগিয়েছেন তা আন্দাজ করাই যায়। শোনা যায়, রণবীরের বাবা-মা নাকি তাঁদের হবু বৌমা দীপিকাকে সব্যসাচীর ডিজাইন করা শাড়ি ও হিরের গয়না উপহার দিয়েছে।  ক্যাটরিনাকে বিয়েতে নেমতন্নতে সাফ 'না' দীপিকার, কী বললেন জানেন?

সে যাই হোক সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শোতে এসে নিজের বিয়ে নিয়ে একটি বিষয় খোলসা করেন বলিউডের ডিম্পল গার্ল। আর সেটা হল বিয়েতে আমন্ত্রিতদের লিস্ট। দীপিকাকে নেহা প্রশ্ন করেন, বিয়েতে তিনি ক্যটরিনা কাইফকে আমন্ত্রণ জানাবেন কিনা? উত্তরে দীপিকা সাফ জানিয়ে দেন, 'না'।

প্রসঙ্গত, দিপ্পির সঙ্গে ক্যাটের সম্পর্ক যে মোটেও ভালো নয়, এখবর বলিউডের প্রায় সবাই জানেন। শোনা যায় ক্যাটরিনা আসাতেই নাকি দীপিকা-রণবীর কাপুরের সম্পর্ক ভেঙেছিল। আর তারপর থেকেই দিপ্পি-ক্যাটের সম্পর্কে চির ধরে। যদিও পরবর্তীকালে ক্যাটরিনার সঙ্গেও ব্রেকআপ হয়ে যায় রণবীর কাপুরের।  --জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে