বিনোদন ডেস্ক : বাহুবলী ছবির অভিনেত্রীর তামান্না ভাটিয়ার মুখে জুতো ছুড়ে হাজতে অভিযুক্ত যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের হায়দরাবাদের হিম্যাথানগরে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে ব্যক্তি।
জানা গিয়েছে, হিম্যাথানগরে একটি সোনার দোকানের উদ্বোধন করতে এসেছিলেন তামান্না। সেই সোনার দোকানেরই ৩১ বছর বয়সী এক যুবক আচমকাই জুতো ছুঁড়ে মারে ওই অভিনেত্রীর মুখে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম কারিমুল্লা। মুশীরাদাবাদ বি টেক গ্র্যাজুয়েটের ছাত্র তিনি। ঘটনার দিন স্টোরের ফিতে কাটতে গিয়েই ওই অভিনেত্রীর মুখে জুতো ছুঁড়ে মারেন। তবে, সরাসরি অভিনেত্রীর মুখে গিয়ে লাগেনি জুতোটা। ঘটনাস্থলেই আটক করা হয় অভিযুক্ত ব্যক্তিকে।
কিন্তু আচমকা কেন এমন কাণ্ড ঘটালেন কারিমুল্লা? পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে প্রশ্ন করতেই বেরিয়ে আসে আসল সত্যিটা। অভিনেত্রীর অভিনয়ে ক্ষুব্ধ হয়েই এমন একটি কাণ্ড ঘটিয়েছে কারিমুল্লা। 'বাহুবলী' ছবিতে অভিনয় করার পর থেকেই পুরো ভারতে ফেমাস হন তামান্না। তবে, 'বাহুবলী' ছাড়াও দক্ষিণ ভারতের তামিল, তেলেগু ছবিতেও তিনি প্রচুর জনপ্রিয় একজন নায়িকা।
এমটিনিউজ/এসএস