বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৮, ০৩:৫৭:৫৭

নিজেকে সামলাতে পারলেন না শাহিদ পত্নী, তারপরই ঘটল সেই ঘটনা

নিজেকে সামলাতে পারলেন না শাহিদ পত্নী, তারপরই ঘটল সেই ঘটনা

বিনোদন ডেস্ক :   ‘পদ্মাবত’ বিতর্কের মাঝেই এবার ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হলেন শাহিদ কাপুর। স্ত্রী মীরা রাজপুতকে নিয়ে ল্যাকমে ফ্যাশন উইকে হাজির হন শাহিদ। আর সেখানে কি ঘটল জানে?

ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার অঙ্কিতা দোগরের পোশাক পরে হাজির হন শাহিদ-মীরা। স্টেজে উঠে যখন দু’জনে পোজ দিতে শুরু করেন, তখন আচমকাই ওড়না জড়িয়ে যায় মীরার মাথায়। কোনওক্রমে সেই পরিস্থিতি সামলে নেন শাহিদ কাপুর।

স্ত্রীর মাথা থেকে চটপট ওড়না সরিয়ে দেন তিনি। এরপর ফের দু’জনে স্টেজের উপর পোজ দিতে শুরু করেন। নিজেকে সামলাতে পারলেন না শাহিদ পত্নী, তারপরই ঘটল সেই ঘটনা । যদিও অঙ্কিতা দোগরের পোশাক পরে শাহিদ-মীরার হাজিরাকে ‘স্বপ্নের’র মত বলেই অনেকে মন্তব্য করেন।  --জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে