বিনোদন ডেস্ক : ইন্ডাস্ট্রির কোনও রসায়নের সঙ্গেই তাকে যেন মেলানো যায় না। একা ফ্ল্যাটে থাকেন। সঙ্গে ছেলে, সহজ। ছোটবেলার প্রেম আর বিয়ে রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু এখন দু’জনে আলাদা। পরিচালক থেকে ফোটোগ্রাফার— তার ইদানীং কালের ‘প্রেম-বুকে’ অনেকের নাম শোনা যাচ্ছে। প্রেম, সংসার আর কেরিয়ার নিয়ে চাঁছাছোলা জবাব দিলেন প্রিয়াঙ্কা সরকার।
কামালগাজির এই ফ্ল্যাটের ঠিকানা বুঝতে আপনার পাড়ার এক দোকানদারের সঙ্গে কথা বলছিলাম। জানেন তিনি কি বললেন? কী! বললেন ওহ্ নায়িকা প্রিয়াঙ্কা? জানেন আমার ছেলের এক বন্ধু ওর খুব বন্ধু! বন্ধুটি ওর দারুণ সব ছবি তোলে!
গসিপ? মানে ফোটোগ্রাফার তথাগতর সঙ্গে তো আপনাকে সব জায়গায় দেখা যাচ্ছে। আলাদা ডিনার...
প্লিজ। এ সব গুজব! আমি এক্ষুনি আপনাকে একটা লিঙ্ক শেয়ার করছি। সেখানে লেখা আছে মিমি নয়, শুভশ্রী নয়, রাজদার সঙ্গে পুজোতে আমি নাকি গোয়ায় ছিলাম। অথচ সবাই জানে, আমি কলকাতায় ছিলাম পুজোর সময়।
তথাগতর সঙ্গে! তাই তো?
শুনুন তথাগত আমার বেস্টফ্রেন্ড, বয়ফ্রেন্ড নয়। ওর সঙ্গে কাজও করছি। ব্যস এটাই। আগে আমার জগৎ ছিল রাহুলময়। তখন কারও সঙ্গে মিশতাম না, এখন সব দিক থেকেই বদলেছি। এখন অনেক বেশি বাইরে যাই, লোকে আমায় দেখে। আমি আগে চুপ করে থাকতাম। এখন সোজা কথা বলি। কথা না বললে অনেক ভুল ধারণা জন্ম নেয়। সেটা এখন বুঝেছি। বন্ধুত্ব মানেই প্রেম নয়। আর এখন প্রেমে পড়ার মতো মানসিকতা নেই। সবে তো একটা জীবন থেকে বেরিয়ে কেরিয়ারে মন দিতে চাইছি।
এমটিনিউজ/এসএস