সোমবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:৫৪:৪১

‘প্রডিউসার কি শুতে চায়?’

‘প্রডিউসার কি শুতে চায়?’

বিনোদন ডেস্ক : নানা সময়ে কাজের বিনিময়ে অভিনেত্রীদের কু প্রস্তাব দেন প্রযোজকরা। কিছুদিন এমন মন্তব্য করে আলোচনায় আসেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। এবার প্রযোজকদের কু প্রস্তাবের শিকার হওয়া আরেক অভিনেত্রী মুখ খুলেলেন। তিনি প্রসূন আজাদ।
 ডিরেক্টরস গিল্ডের এক বছরের মেয়াদি নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছরের শেষের দিকে অভিনয়ে ফিরেছেন তিনি। ফিরেই বেশ ক'টি নাটকে অভিনয় করেছেন তিনি।

সম্প্রতি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে প্রযোজকের কু প্রস্তাবের কথাটি তুলে ধরেন। ফেসবুকে নিজের ওয়ালে তিনি লিখেন, ‘একজন কল দিয়ে বললো- আপা আমাদের কিছু এক ঘন্টার নাটক আর টেলিফিল্ম বানানো হবে। কথাটা কিভাবে বলবো... মানে প্রডিউসার... আপা নির্ভয়ে বলবো?’

‘আমি বললাম প্রডিউসার কি শুতে চায়? উনি বললেন- জ্বী আপা মানে পারিশ্রমিকতো দিবেন উনি, তা বাদে কত টাকা নিবেন জানতে চাইলো। বললাম প্রডিউসার এর মাকে কল করেন। প্রডিউসার এর মা কত নেয় জানতে চান।’
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে