বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:৫০:০২

কবে কখন ব্রাজিল ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ?

কবে কখন ব্রাজিল ও আর্জেন্টিনার প্রীতি ম্যাচ?

স্পোর্টস ডেস্ক : লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে কদিন আগেই। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে প্রস্তুতি ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে চোখ দলগুলোর। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলেছে। চলতি নভেম্বরে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসিরা। প্রতিপক্ষ হিসেবে থাকছে আফ্রিকার দেশ অ্যাঙ্গোলা। 

অন্যদিকে, চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ভিনিসিয়ুস-ক্যাসেমিরোদেরর এবারের প্রতিপক্ষ সেনেগাল ও তিউনিসিয়া। কবে এবং কখন এই ম্যাচগুলো দেখা যাবে এক নজরে দেখে নেয়া যাক।

আগামীকাল (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার মুখোমুখি হবে লিওনেল মেসিরা। আফ্রিকার দেশটির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্দার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে।

একটি ম্যাচ খেলার জন্য অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে প্রায় ১৭০ কোটি টাকা নেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। চলতি মাসেই ভারত সফরে আসার কথা ছিল আর্জেন্টিনার। তাদের প্রতিপক্ষ হিসেবেও মরক্কো, জাপানসহ বেশ কয়েকটি দেশের নাম শোনা যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত সে আলোচনা ভেস্তে গেছে। 

এদিকে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ীই ইউরোপে সফর করবে ব্রাজিল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ১৫ নভেম্বর সেনেগালের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এ বছর সেলেসাওদের শেষ ম্যাচ ১৮ নভেম্বর তিউনিসিয়ার বিপক্ষে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্রান্সের লিল শহরে।

তবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা-ব্রাজিলের ম্যাচ উপমহাদেশের কোনো টেলিভিশন চ্যানেল সম্প্রচার করবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে