সোমবার, ০৫ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৪৪:৩৮

সংগীত শিল্পী সোনু নিগমকে প্রাণে মেরে ফেলার হুমকি!

সংগীত শিল্পী সোনু নিগমকে প্রাণে মেরে ফেলার হুমকি!

বিনোদন ডেস্ক : জঙ্গিদের নিশানায় ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী সোনু নিগম। যার জেরে তার নিরাপত্তা বাড়ানো হয়েছে। সোমবার মহারাষ্ট্রের গোয়েন্দা বিভাগের তরফ থেকে সোনু নিগমকে সতর্ক করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত কিছু উপদেশ দেওয়া হয়েছে।

ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, পাকিস্তানের জঙ্গিরা সোনু নিগমকে টার্গেট করেছে। তার প্রাণনাশের আশংকা দেখা দিয়েছে। তাই সোনুকে সঙ্গে সঙ্গে সতর্ক করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, লস্কর-ই-তইবা জঙ্গি সংগঠনের নিশানায় সোনু।

এরপরই সোনুর নিরাপত্তা বাড়িয়েছে মুম্বাই পুলিশ। শুধু সোনু নিগম নয়, মুম্বইয়ের বিজেপির দুই বিধায়কও জঙ্গিদের নিশানায়। তারা হলেন, রাম কদম ও আশিষ সেলার। পুলিশ তাদেরও সতর্ক করেছে। একই সঙ্গে বিধায়কদের নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে।

বেশ কিছু দিন আগে আজানে লাউডস্পিকারের ব্যবহার নিয়ে বিতর্কিত মন্তব্য করে কট্টরপন্থী মুসলিমদের বিরাগভাজন হয়েছিলেন সোনু। বলেছিলেন, ''সকালে লাউডস্পিকারে আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটছে। আমি মুসলিম নই, তারপরেও কেন আজানের শব্দে ঘুম ভাঙবে আমার?''

যদিও তিনি শুধু আজান নয়, মন্দির ও গুরুদ্বারাতে জোরে লাউডস্পিকার চালানো নিয়ে বিরুদ্ধে মত প্রকাশ করেন। তার কথায় লাউডস্পিকারের ব্যবহার ধর্মীয় আচরণের মধ্যে পড়ে না। এরপর যথারীতি সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়েন তিনি।

তার মাথা কামিয়ে দেওয়ার ফতোয়া জারি করা হয়েছিল। বলা হয়েছিল যে সোনুর মাথা কামাতে পারবে তাকে ১০ লক্ষ টাকা দেওয়া হবে। তাতে অবশ্য সোনুকে দমানো যায়নি। নিজেই মাথা কামিয়ে সমালোচকদের জবাব দেন। বলেছিলেন, আমায় দশ লক্ষ টাকা তৈরি রাখুন। অন্যদিকে রাম কদম ও আশিষ সেলার দুজনেই মহারাষ্ট্রের কট্টর হিন্দু নেতা বলে পরিচিত।

এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে