মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারী, ২০১৮, ১০:৫৯:৫১

ইসলামের দাওয়াত নিয়ে লন্ডনে গেলেন অনন্ত জলিল

ইসলামের দাওয়াত নিয়ে লন্ডনে গেলেন অনন্ত জলিল

নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা অনন্ত জলিল। হঠাৎ করেই অভিনয় ছেড়ে ইসলাম ধর্ম প্রচারে নিজেকে নিয়োগ করেছেন তিনি। সময় পেলেই রাজধানীসহ বিভিন্ন স্থানে তাবলীগ জামাতের সঙ্গে ধর্ম প্রচার করেন এই প্রাক্তন অভিনেতা। এবার ইসলামের দাওয়াত নিয়ে লন্ডনে গেলেন অনন্ত জলিল।

জানা যায়, গত রবিবার  সন্ধ্যা সাতটার ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন অনন্ত জলিল। তার ব্যক্তিগত সহকারি আরাবি জানিয়েছেন, ‘ইসলাম প্রচার ও তিন দিনের জন্য চিল্লায় যোগ দিতেই স্যার (অনন্ত জলিল) লন্ডন গেছেন। এরপর ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজ শেষে ১০ তারিখ ঢাকা ফিরতে পারেন।

প্রসঙ্গত, নিজস্ব ব্যবসার পাশাপাশি পাঁচ ওয়াক্ত নামাজ আর ব্যস্ততার ফাঁকে সময় পেলেই হাদিসের বই, কোরআন তেলাওয়াত করে সময় পার করেন এই অভিনেতা। নিজের পোশাকেও এনেছেন আকাশ-পাতাল পরিবর্তন। একসময় যার পোশাক ছিলো জাঁকজমক পূর্ণ, এখন তার পরনে পাঞ্জাবি-জুব্বা।
এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে