বিনোদন ডেস্ক : জোর গুঞ্জন বলিউডে৷ শেষমেশ বিয়েটা নাকি করতেই চলেছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং৷ সব নাকি প্রস্তুতও৷ ২০১৮ সালের শেষ দিকেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীপিকা ও রণবীর৷ শুধু তারিখ নয়, এমনকী, ঠিক হয়ে গিয়েছে বিবাহ বাসরের জায়গাও৷
এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, বিদেশের কোনও এক সমুদ্র সৈকতেই নাকি বিয়ে করবেন দীপিকা-রণবীর৷ বন্ধুবান্ধব, আত্মীয়স্বজ্জনকে সঙ্গে নিয়ে ঘটা করেই বিয়েটা সারবেন তারা৷ এরপর নাকি মুম্বাই ও বেঙ্গালুরুতে রিশেপশন দেবেন দীপিকা ও রণবীর ৷
অন্যদিকে, তাহলে কি সব প্রস্তুত? গুঞ্জনটাই সত্যি হতে চলেছে? মানে দীপিক পাড়ুকোন ও রণবীর সিং সত্যিই তাহলে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন! মোটামুটি বলিউডের হাওয়ায় আপাত উড়ছে এইসব খবরই৷ আর এই খবরে ইন্ধন জুগিয়েছে, খোদ নায়িকা দীপিকা পাড়ুকোন!
শোনা গিয়েছে, অনুষ্কা শর্মার বিয়ের পোশাক থেকে অনুপ্রেরণা পেয়েই নাকি বিয়ের সাজে সাজতে চান দীপিকা! আর সেই কারণেই নাকি ঘন ঘন সব্যসাচীকে ফোন করে চলেছেন দীপিকা৷ আর সব্যসাচীর কাছে একটাই আবদার! অনুষ্কার মতো বউ সাজতে চাই৷
দীপিকার জন্মদিনে রণবীর ও দীপিকা দু’জনেই পরিবার নিয়ে পৌঁছেছিলেন মালদ্বীপে৷ তবে গোটা বলিউডে ছড়িয়ে পড়েছিল মলদ্বীপ নয়, বরং শ্রীলঙ্কায় গিয়েছেন রণবীর-দীপিকা৷ ঠিক এই সময়ই রটে গেল জন্মদিনের সঙ্গে সঙ্গে রণবীর ও দীপিকা নাকি এনগেজমেন্টটাও সেরে ফেলছেন!
তবে সে নিয়ে তেমন কোনও খবর না পাওয়া গেলেও, জানা গিয়েছে রণবীরের পরিবারের পক্ষ থেকে দীপিকাকে নাকি দেওয়া হয়েছে বেশ দামি উপহার! শোনা গিয়েছে, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা একটি শাড়ি ও ডায়মন্ড নেকলেস দীপিকাকে উপহার দিয়েছেন রণবীরের পরিবারের লোকেরা৷ তবে এটাই এনগেজমেন্টের উপহার কিনা, তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেনি দুই পক্ষই৷
এমটিনিউজ/এসএস