বুধবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৮, ০৯:০৬:৫৬

আমি প্রভাসকে বিয়ে করবো না : আনুশকা

আমি প্রভাসকে বিয়ে করবো না : আনুশকা

বিনোদন ডেস্ক: বাহুবলী টু’-এর পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। শোনা যাচ্ছে, আনুশকা শেঠির সঙ্গে নাকি গাঁটছড়া বাঁধবেন প্রভাস। ‘বাগমতী’ শুটিং হোক বা প্রমোশন কিংবা ‘সাহো’র শুটিং, সংবাদমাধ্যমের মুখোমুখি হলেই বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রভাস, আনুশকাকে। বিষয়টি নিয়ে প্রভাস চুপ থাকলেও, এবার মুখ খুললেন আনুশকাকে। আনুশকা এবার সরাসরি বলে দিয়েছেন, 'আমি প্রভাসকে বিয়ে করবো না।'

তিনি বলেন, বাস্তব জীবনে বাহুবলী এবং দেবসেনার রসায়ন যেন তাঁদের কাছ থেকে কেউ আশা না করেন। বাহুবলী এবং দেবসেনা রিল লাইফেই বেশি মানানসই। বাস্তব জীবনে কখনও বাহুবলী এবং দেবসেনা গাঁটছড়া বাঁধবে না বলে স্পষ্ট জানান আনুশকা শেঠি। অর্থাত, বিয়ের সমস্ত গুঞ্জন একপাশে সরিয়ে রেখে প্রভাসের সঙ্গে সম্পর্ক নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আনুশকা।

সম্প্রতি বাগমতী-র শুটিং চলাকালীন সেখানে আচমকা হাজির হন প্রভাস। কাপড়ে মুখ ঢেকে সেখানে চলে যান দক্ষিণী সুপারস্টার। বাগমতীর সেটে আচমকা কেন ওইভাবে হাজির হলেন প্রভাস, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। জিনিউজ
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে